Homeখবরবিদেশইরানকে কড়া হুঁশিয়ারি, ইজরায়েলের সামরিক প্রধানের সতর্কবার্তা

ইরানকে কড়া হুঁশিয়ারি, ইজরায়েলের সামরিক প্রধানের সতর্কবার্তা

প্রকাশিত


গাজায় হামাস এবং লেবাননে হেজবুল্লার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে মঙ্গলবার ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইজেরায়েলের সামরিক বাহিনী।

ইজরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানিয়েছেন, “ইরান যদি আবারও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে তাদের দিকে এমন আঘাত হানা হবে, যা আগে কখনও হয়নি। সেই হামলা ঠেকানো বা সামলানোর ক্ষমতা নেই ইরানের”।

ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুতির কথা উল্লেখ করে হালেভি বলেন, “যেসব জায়গা এবার আঘাতের বাইরে রেখেছি, প্রয়োজনে সেগুলোকেও নিশানা করব।”

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইজরায়েলের যুদ্ধবিমান ইরানের সামরিক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সিস্টেম বিকল করে দিয়েছে। তিনি বলেন হামলায় ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা প্রকাশ্যে ইজরায়েলের হামলার প্রভাবকে খুব একটা গুরুত্ব দেননি। তারা বলেছেন বেশীরভাগ ক্ষেপণাস্ত্রকে রুখে দেওয়া হয়েছে। আর যেগুলো ঠেকানো যায়নি সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি করেছে।

এরই মধ্যে মঙ্গলবার হেজবুল্লা জানায় যে তাদের উপপ্রধান নাঈম কাসেমকে দলনেতা হাসান নাসরাল্লার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি গত মাসে ইজরায়েলি হামলায় নিহত হন।

অন্যদিকে, ইরানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে ইজরায়েলি হামলার নিন্দা জানিয়ে এটিকে “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণটি একটি সার্বভৌম দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে হুমকি বা বলপ্রয়োগের মূলনীতির পরিপন্থী।

এদিকে, হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধে মধ্যস্থতাকারী মিশর গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যাতে চার বন্দির মুক্তি সম্ভব হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...