Homeখবরবিদেশপ্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ রুশ প্রেসিডেন্ট পুতিনের, কথা ইউক্রেন যুদ্ধ নিয়েও

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ রুশ প্রেসিডেন্ট পুতিনের, কথা ইউক্রেন যুদ্ধ নিয়েও

প্রকাশিত

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মধ্যে ফোনালাপ। সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান।

ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনাটি ফলপ্রসূ এবং গঠনমূলক।

বিবৃতি অনুসারে, দুই নেতা রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য নিজেদের পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা করেন। আগের মতোই ভারত-রাশিয়া যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন তাঁরা। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এবং জি-২০ (G20)-এর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা।

ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয় মোদী-পুতিনের। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধে ইতি টানতে ইউক্রেনের অনীহার কথা মোদীর কাছে তুলে ধরেন পুতিন। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপর থেকে এখনও সেই যুদ্ধ অব্যাহত রয়েছে।

গত ২৪ জুন ইয়েভজেনি প্রিগোঝিনের নেতৃত্বে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির স্বল্পস্থায়ী বিদ্রোহের পর এটাই হল মোদী এবং পুতিনের মধ্যে প্রথম কথোপকথন। প্রিগোঝিনের ভাড়াটে বাহিনীর ‘মস্কো চলো’ অভিযানে তোলপাড় পড়ে গিয়েছে ক্রেমলিনের অন্দরে। এ বিষয়টিও মোদীর কাছে ব্যক্ত করেন পুতিন।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী মোদীকে ‘মস্কোর মহান বন্ধু’ বলে বর্ণনা করেছিলেন পুতিন। তিনি বলেছিলেন, “ভারতে আমাদের বন্ধু এবং আমাদের মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদী বহু বছর আগে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ শুরু করেছিলেন। এটা সত্যিই ভারতীয় অর্থনীতিতে একটি অসাধারণ প্রভাব ফেলেছে”। মস্কোতে এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস আয়োজিত একটি ফোরামে বক্তৃতা করার সময় স্থানীয় উৎপাদনের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার একটি দেশের উদাহরণ হিসাবে ভারতের নাম উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সরাসরি কথা বলুন জেলেন্সকির সঙ্গে, পুতিনকে বললেন মোদী

সাম্প্রতিকতম

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুন

যুদ্ধের মধ্যেও সুখী দেশের তালিকায় অনেক এগিয়ে ইজরায়েল, কোন স্থানে ভারত? পাকিস্তান-বাংলাদেশ কোথায়?

সুখ যেন অধরাই থাকছে ভারতীয়দের কাছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’। বিশ্বের...

গুগল সার্চ করে অনুপ্রবেশের পরিকল্পনা, রাজস্থানে বিএসএফের হাতে ধরা পড়লেন পাকিস্তানি মহিলা

গুগল সার্চ করে ভারতের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন এক পাকিস্তানি মহিলা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাকে আটক করল বিএসএফ। চলছে তদন্ত।

ফোনে ট্রাম্প-পুতিন আলোচনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের বিরতিতে সম্মতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় ব্ল্যাক সি নৌবাহিনী অপারেশন এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে