Homeখবরবিদেশক্রেমলিনে ড্রোন হামলার কথা জানত ওয়াশিংটন! যোগ্য জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

ক্রেমলিনে ড্রোন হামলার কথা জানত ওয়াশিংটন! যোগ্য জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশিত

মস্কো: ক্রেমলিনে ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটন পুরোপুরি সচেতন ছিল বলে বিস্ফোরক দাবি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের। শুক্রবার তিনি বলেন, ওয়াশিংটনের নজর এড়িয়ে এটা ঘটানো অসম্ভব। একই সঙ্গে সতর্ক করে দিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি।

ভারত সফরের সময় ওয়াশিংটনের নাম উল্লেখ করে ল্যাভরভ বলেন, “এটা স্পষ্ট যে তাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) চিন্তাবিদদের অজ্ঞাতে কিভের সন্ত্রাসবাদীরা এটা (হামলা) করতে পারত না। আমরা এর যোগ্য জবাব দেব”।

তবে ওই হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন। ঘটনার পর পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন “আমরা মস্কো বা পুতিনকে আক্রমণ করি না।” একই ভাবে, এই ঘটনায় জড়িত থাকার সমস্ত অভিযোগও প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বলে রাখা ভালো, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। গত বুধবার ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছিল, ইউক্রেনের দু’টি ড্রোনকে গুলি করে নামিয়েছে রুশ বাহিনী।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছিল, “ক্রেমলিনকে লক্ষ্য করে দু’টি মনুষ্যবিহীন ড্রোন উড়ে আসছিল। রাডার ব্যবস্থা ব্যবহার করে সামরিক এবং বিশেষ পরিষেবা বাহিনী সময় মত পদক্ষেপ করে, ডিভাইসগুলিকে নিষ্ক্রিয় করে।” ক্রেমলিনের দাবি, তারা এই হামলাকে একটি পরিকল্পিত কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করছে এবং বদলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ক্রেমলিন আরও জানিয়েছে, ড্রোন হামলায় পুতিন বা অন্য কেউ আহত হননি, তেমনই ক্রেমলিন ভবনেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বলেছে, “ক্রেমলিন বিজয় দিবসের (৯ মে) কুচকাওয়াজের আগে এ ধরনের হামলাকে একটি পরিকল্পিত কর্মকাণ্ড এবং প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় এই হামলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করা যায়নি। তবে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্রেমলিনের আকাশে একটি অজানা উড়ন্ত বস্তু। ক্রেমলিনের মূল গম্বুজে সেই বস্তুটি আঘাত করার ঠিক আগে, সেটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ধ্বংসাবশেষ নীচে পড়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! বাংলা কি প্রভাব পড়বে?

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

আমেরিকান দূতাবাসে হামলা: ইরানের ‘সবচেয়ে বড় ভুল’? সরাসরি যুদ্ধে কি নামছে যুক্তরাষ্ট্র?

ইরানের ক্ষেপণাস্ত্র হানায় মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুদ্ধের রণক্ষেত্রে নামতে পারে আমেরিকা। তীব্র বার্তা ওয়াশিংটনের। শুরু হতে পারে নতুন অধ্যায়।

ইরান-ইজরায়েল সরাসরি যুদ্ধে, ইতিহাসে তৃতীয় বার মুখোমুখি সংঘাত

ইজরায়েল ও ইরান সরাসরি যুদ্ধে জড়াল বহু দশকের প্রোক্সি যুদ্ধের পরে। ইজরায়েল ধ্বংস করল ইরানের পরমাণু কেন্দ্র ও সেনা নেতৃত্ব। ইতিহাস ঘেঁটে দেখুন দ্বন্দ্বের সম্পূর্ণ টাইমলাইন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে