ইউক্রেনের কাছে হারলে পরমাণু যুদ্ধে নামবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিন ঘনিষ্ঠের

মস্কো : কিছুতেই থামছে না ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দিনের পর দিন বাড়ছে যুদ্ধ। এই পরিস্থিতিতে এবার নিউক্লিয়ার যুদ্ধের হুঁশিয়ারি ন্যাটো শিবিরকে। হুঁশিয়ারি দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ সঙ্গী এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। তিনি জানান,’পরমাণু শক্তিধর এর পরাজয় বিশ্বকে নিউক্লিয়ার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে’।

২০০৮ সাল থেকে ২০১২ সাল দীর্ঘ চার বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেবেব। বর্তমানে তিনি পুথিনের শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া হেরে গেলে পরিণতি হতে পারে নিউক্লিয়ার যুদ্ধ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেন প্রেসিডেন্ট- এর ঘনিষ্ঠ উপদেষ্টা একটি টুইট করেছিলেন। টুইট করে তিনি জানিয়ে দেন,’পুতিনকে ভয় পাওয়ার সময় শেষ হয়ে গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে’। পুতিনের হুমকি অগ্রাহ্য করে ইউক্রেনে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমী দুনিয়ার কাছে আবেদন করে ইউক্রেন।

এই পরিস্থিতিতেই এবার পুতিন ঘনিষ্ঠ রুশ পদাধিকারীর থেকে এল পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। প্রসঙ্গত, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও থামার নাম নেই যুদ্ধ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু রুশ এবং ইউক্রেন সেনার। তবুও অব্যাহত যুদ্ধ।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন