খবর অনলাইন ডেস্ক: আর ন’ দিন পরেই শুরু হয়ে যাচ্ছে ২০২৪-এর উয়েফা (ইউইএফএ) ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা ইউরো কাপের খেলা। ফুটবল বিশেষজ্ঞরা বসে পড়ছেন চ্যাম্পিয়ন কোন দেশ হতে পারে, কার মাথায় উঠতে পারে সর্বাধিক গোল করার পুরস্কার তার হিসেবনিকেশ করতে। দেখে নেওয়া যাক সর্বাধিক গোলের পুরস্কার ‘গোল্ডেন বুট’ কার ঝুলিতে যায়।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
দুর্দান্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। একেবারে স্ফুলিঙ্গের মতো। ‘গোল্ডেন বুট’ পাওয়ার ব্যাপারে ফুটবল বিশেষজ্ঞরা এমবাপ্পেকেই এগিয়ে রেখেছেন। ‘রেয়াল মাদ্রিদ’-এ যোগ দিয়ে নিজের জায়গাটা আরও উন্নত করেছেন এমবাপ্পে। এমবাপ্পের সম্ভাবনা সম্পর্কে ফুটবল বিশেষজ্ঞ টাইলার মরিস বলেছেন, “তাঁর গোল করার ক্ষমতাই তাঁকে সবচেয়ে বেশি গোল করার শিরোপাটি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে।
হ্যারি কেন (ইংল্যান্ড)
ইংল্যান্ডের হ্যারি কেন ২০১৮ বিশ্বকাপে সর্বাধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন। তাই ‘গোল্ডেন বুট’ পাওয়ার ক্ষেত্রে তিনি সব সময়েই একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী। চরম মুহূর্তে প্রতিপক্ষের গোলের জালটিকে লক্ষ্য রাখার যে ক্ষমতা তাঁর রয়েছে, তা উপেক্ষা করা যায় না। মরিস বলেছেন, “এবার ফুটবল অভিযানে গোলের সামনে কেনের এই ধারাবাহিকতাই ইংল্যান্ডের তুরুপের তাস।”
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
বয়স যা-ই হোক, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলেন একটা গোল মেশিন। নিজের অভিজ্ঞতা আর গোল করার আগ্রহের জন্যই ‘গোল্ডেন বুট’ জেতার ব্যাপারে তিনি কালো ঘোড়া। মরিস বলেন, “রোনাল্ডোকে হিসেবের বাইরে রাখবেন না। বার বার তিনি প্রমাণ করেছেন, ফুটবলের বড়ো মঞ্চে তিনি আসল কাজটি করতে পারেন।”
জুড বেলিংহাম (ইংল্যান্ড)
‘গোল্ডেন বুট’ পাওয়ার প্রতিযোগিতায় আর-একজনকে রেখেছেন ফুটবল বিশেষজ্ঞরা। তিনি ইংল্যান্ডের জুড বেলিংহাম। তাঁর যে গোল করার শৌর্য আছে, তা তিনি ‘রেয়াল মাদ্রিদ’-এ থেকে প্রমাণ করছেন। হ্যারি কেনের পাশে থেকে তিনি তাঁর খেলা দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। মরিসের মন্তব্য, “বেলিংহামের নতুন ভূমিকাই হয়তো তাঁকে সর্বাধিক গোলদাতা করে চমক সৃষ্টি করবে।”
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কারা, বিশেষজ্ঞরা কী বলছেন
ইউরো কাপ ২০২৪: নক আউট পর্যায়ে যাওয়ার পথে কোন কোন দেশ এগিয়ে