কলম্বিয়া এবং আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কূটনৈতিক প্রতিক্রিয়া হিসাবে ভারত মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বের ভারসাম্যকে বজায় রাখার জন্য আমেরিকাকে আবেদন জানিয়েছে।
গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে। এই বিক্ষোভ মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস নেওয়া বন্ধ রেখেছে।
ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হতেই তর্ক-বিতর্ক
গত ৭ অক্টোবর ইজরাইল-গাজা যুদ্ধ শুরু হয় হামাসে হামলার জেরে। তার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয় নিয়ে তর্ক-চর্চা শুরু হয়। পক্ষে-বিপক্ষে নানা মত উঠে আসে।
উভয়পক্ষের শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি এবং মসলমান ভীতি দুটোই বেড়েছে। বিক্ষোভ সামাল দিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে নিউইর্য়ক সিটি পুলিশকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে অনুমতি দিয়েছে। পুলিশ এক ডজনের বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করে। যা নিয়ে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে ভারত তার প্রতিক্রিয়া দিল।
Hundreds of police tore down protest barricades and began arresting students early on Thursday at the University of California, Los Angeles, the latest flashpoint in an eruption of protest on US campuses over Israel's war against Hamas in Gaza ➡️ https://t.co/4LODISZGdx pic.twitter.com/izIl3b1TwR
— AFP News Agency (@AFP) May 2, 2024
ভারতের প্রতিক্রিয়া
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল গণতন্ত্রের নীতিগুলির প্রতি শ্রদ্ধাশীল থাকার করা বলেন। বিশেষ করে তা ষখন অন্য একটি গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে হয়। অর্থাৎ তিনি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার উপর জোর দেন।
বিক্ষোভে ভারতীয় শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও কনস্যুলেট এই বিক্ষোভের সাথে সম্পর্কিত শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের বিষয়ে সহায়তার জন্য অনুরোধ পায়নি। তিনি বলেন দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, সমস্ত ভারতীয় নাগরিকের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলবেন এমনটাই প্রত্যাশা করা যায়।
VIDEO: Police deployed a heavy presence on US university campuses Wednesday after forcibly clearing away some weeks-long protests against Israel's war with Hamas. Some students at Columbia University have decried "rough and aggressive" tactics used by officers. pic.twitter.com/moA0RxjhCt
— AFP News Agency (@AFP) May 2, 2024