Homeখবরবিদেশআমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব! চিনা নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে মৃত কমপক্ষে ১০

আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব! চিনা নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে মৃত কমপক্ষে ১০

প্রকাশিত

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। উৎসবমুখর আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। এ বার চিনা নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের মন্টেরে পার্কে এলোপাথাড়ি গুলি!

ঘটনায় প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে চিনা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে একজন আততায়ী নির্বিচারে গুলি চালায়। ১০ জন নিহত এবং আহত আরও ১০ জন। তদন্তে স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের এক সার্জেন্ট জানান, মন্টেরে পার্কের গার্ভে অ্যাভিনিউতে এক আততায়ী গুলি চালায়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টার পর হামলার ওই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলের কাছাকাছি এক রেস্তোঁরা মালিক সেউং ওন চোই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় এসে দরজা বন্ধ করতে বলে। তারা জানায় মেশিনগান হাতে এক হামলাকারী তাদের পিছু নিয়েছে।

তাঁর আরও দাবি, বন্দুকবাজের কাছে বহু কার্তুজ রয়েছে। এক বার মেশিন গান ফাঁকা হয়ে যাওয়ার পর তিনি আবার তাতে গুলি ভরে নিচ্ছেন এবং এলোপাথাড়ি চালিয়ে যাচ্ছেন।

ঘটনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় আহতদের উদ্ধারকাজ। এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাস্থলের দখল নিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী এখনও পলাতক।

উল্লেখযোগ্য ভাবে,যেখানে শনিবার রাতে বন্দুকবাজ তাণ্ডব চালিয়েছে, সেখানে ওই এলাকার চিনা সম্প্রদায়ের বসবাস এবং চিনা নববর্ষ এখানে খুব বড়ো করে উদযাপন করা হয়। তারই মধ্যে এ বছর এত বড়ো হামলা। ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ধর্মতলায় ধন্ধুমার! বিধায়ক নওশাদ-সহ ১৮ জনের পুলিশ হেফাজত

সাম্প্রতিকতম

২১-এর ভোটে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আইএএস-কেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন অলোক শর্মা।

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

আরও পড়ুন

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

রাশিয়ায় কনসার্ট হলে জঙ্গিহানায় ৬০ জন নিহত, আহত ১৪৫

শুক্রবার মস্কোর একটি কনসার্ট হলে জঙ্গিহানা। রাশিয়া জানিয়েছে, ক্রকাস সিটি হলে এই হামলায় ৬০...

মলদ্বীপ সেনা সরাতে বলার পর বিবৃতি বিদেশমন্ত্রকের, কী জবাব দিল নয়াদিল্লি

রবিবার (১৪ জানুয়ারি) মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতকে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে মোতায়েন করা নিজের...