Homeখবরবিদেশভারতীয় পণ্যের উপর ট্রাম্পের ৫০% শুল্ক, 'সঙ্কটই সুযোগ', মত নীতি আয়োগের প্রাক্তন...

ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের ৫০% শুল্ক, ‘সঙ্কটই সুযোগ’, মত নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তের

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর দ্বিগুণ শুল্ক চাপিয়ে দিলেন। গত মাসে ঘোষণা করা ২৫ শতাংশ শুল্কের পর, এবার তা বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত থাকায় এই ‘শাস্তিমূলক’ শুল্ক চাপানো হয়েছে বলে জানান ট্রাম্প।

এই ঘোষণার পরই উদ্বেগ ছড়িয়েছে বাণিজ্য মহলে। কারণ, এত উচ্চ হারে শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা অনেকটাই কমে যাবে। জৈব রাসায়নিক, গয়না, বস্ত্রজাত পণ্য, যন্ত্রপাতি, আসবাব, লোহা ও অ্যালুমিনিয়ামের মতো প্রধান রপ্তানি পণ্যের উপরে এখন থেকে কমপক্ষে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। যানবাহনের উপর ২৬ শতাংশ এবং পেট্রোলিয়াম পণ্যের উপর ৬.৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

তবে এই চাপের মধ্যেই আশার কথা শোনালেন ভারতের প্রাক্তন G20 শেরপা এবং নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লিখেছেন, “ট্রাম্প আমাদের সামনে একটি যুগান্তকারী সংস্কারের সুযোগ এনে দিয়েছেন। এই সঙ্কটকে পুরোপুরি কাজে লাগানো উচিত।”

ট্রাম্প নিজে তাঁর Truth Social-এ লেখেন, “ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ওদের সঙ্গে তেমন বাণিজ্য হয়নি। কারণ ভারতের শুল্ক খুব বেশি এবং অ-মূল্যভিত্তিক প্রতিবন্ধকতাও সবচেয়ে বেশি। সেই সঙ্গে, ভারত রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ও অস্ত্র ক্রেতা, যা ইউক্রেনে যুদ্ধ থামানোর এই সময়ে একেবারেই কাম্য নয়।”

এই শুল্কের প্রথম দফা আজ, ৭ আগস্ট সকাল ৯:৩০টা থেকে কার্যকর হচ্ছে। বাড়তি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের রপ্তানি বাণিজ্যের উপর বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি ঘরোয়া শিল্পকে আরও উন্নত করার প্রেরণা দিতেও পারে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...