Homeখবরবিদেশইয়েমেনে মার্কিন হামলায় ২৪ জনের মৃত্যু, প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের

ইয়েমেনে মার্কিন হামলায় ২৪ জনের মৃত্যু, প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে, যাতে ২৪ জন নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল “আমেরিকান স্বার্থ রক্ষা এবং শত্রুদের প্রতিহত করার” জন্য একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান।

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (US CENTCOM) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার কিছু ছবি প্রকাশ করেছে। একটিতে যুদ্ধবিমানকে বিমানবাহী রণতরী থেকে উড়তে দেখা গেছে, অন্যটিতে ইয়েমেনের একটি ভবন ধ্বংস হতে দেখা যায়। CENTCOM জানিয়েছে, “১৫ মার্চ আমরা ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুর উপর একাধিক নির্ভুল হামলা চালিয়েছি, যা আমেরিকার স্বার্থ রক্ষা এবং মুক্ত বাণিজ্য পথ নিশ্চিত করার জন্য অপরিহার্য ছিল।”

ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Truth Social-এ পোস্ট করে জানিয়েছেন, “আমি আজ মার্কিন সামরিক বাহিনীকে ইয়েমেনে হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি। তারা মার্কিন এবং অন্যান্য দেশের জাহাজ, বিমান এবং ড্রোনের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।”

ট্রাম্প আরও বলেন, “হুথি সন্ত্রাসীদের প্রতি ইরানের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে! আমেরিকার জনগণ বা আন্তর্জাতিক শিপিং লেনগুলিকে হুমকি দেবেন না। যদি দেন, তবে আমেরিকা কঠোর ব্যবস্থা নেবে!”

তিনি দাবি করেন, এই হামলা মূলত লোহিত সাগরে হুথিদের দ্বারা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার প্রতিক্রিয়াস্বরূপ। একইসঙ্গে তিনি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের “নিষ্ক্রিয়তার” সমালোচনা করেন।

পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের

হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এই হামলার বদলা তারা নেবে। আল-মাসিরাহ টিভিতে দেওয়া এক বিবৃতিতে হুথি নেতৃত্ব জানিয়েছে, “আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা প্রতিটি আক্রমণের সমুচিত জবাব দেব।”

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং কমপক্ষে ৯ জন আহত হয়েছে। হুথি-সমর্থিত সংবাদমাধ্যম ‘আনসারুল্লাহ’ এই হামলাকে “মার্কিন- ব্রিটিশ আগ্রাসন” এবং “ট্রাম্প প্রশাসনের অপরাধমূলক নৃশংসতা” বলে আখ্যা দিয়েছে।

লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি

হুথিরা গত মঙ্গলবার ঘোষণা করেছিল যে, যতক্ষণ না ফিলিস্তিনিদের জন্য গাজায় সাহায্য পাঠানো বন্ধ করা হচ্ছে, ততক্ষণ তারা লোহিত সাগরে শিপিং ব্যাহত করার অভিযান অব্যাহত রাখবে।

এর আগে, এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের “বিদেশি সন্ত্রাসী সংগঠন” হিসাবে পুনরায় তালিকাভুক্ত করেছে। আমেরিকা দাবি করেছে, ২০২৩ সাল থেকে তারা ১৭৪ বার মার্কিন যুদ্ধজাহাজ এবং ১৪৫ বার বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়েছে।

মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেল। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে, এই হামলার পাল্টা কী প্রতিক্রিয়া জানাবে হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং ইরান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।