Homeখবরবিদেশজন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, ট্রাম্পের নির্দেশ 'অসাংবিধানিক' বলল ফেডারাল আদালত

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, ট্রাম্পের নির্দেশ ‘অসাংবিধানিক’ বলল ফেডারাল আদালত

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ জারি করল ফেডারাল আদালত। চারটি ডেমোক্র্যাট-শাসিত রাজ্যের আবেদনে সাড়া দিয়ে মার্কিন জেলা বিচারক জন কফেনোর এই আদেশকে ‘পুরোপুরি অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেম।

ট্রাম্পের আদেশ অনুযায়ী, যদি কোনো শিশুর বাবা-মা উভয়েই মার্কিন নাগরিক না হন বা স্থায়ী বাসিন্দা না হন, তবে ওই শিশুর নাগরিকত্ব স্বীকৃতি দেবে না আমেরিকা। আদেশটি ১৯ ফেব্রুয়ারি কার্যকর হওয়ার কথা ছিল।

বিচারক কফেনোর বলেন, ‘এই নির্দেশ অসাংবিধানিক তা বোঝার জন্য আইনজীবী হওয়ার প্রয়োজন নেই। আদালতে আমার চার দশকের অভিজ্ঞতায় এমন স্পষ্ট প্রশ্ন আমি খুব কম দেখেছি।’

মামলার নথি অনুযায়ী, আদেশটি কার্যকর হলে প্রতি বছর কয়েক লক্ষ শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। ২০২২ সালে প্রায় ২,৫৫,০০০ শিশু জন্মগ্রহণ করেছে যাদের মায়েরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন। এছাড়াও প্রায় ১,৫৩,০০০ শিশু জন্ম নিয়েছে যাঁদের বাবা-মা উভয়ই অবৈধভাবে অবস্থান করছিলেন।

জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বিশ্বের প্রায় ৩০টি দেশে চালু রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রও একটি।

কানেকটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং, যিনি নিজে জন্মসূত্রে নাগরিক এবং প্রথম চীনা-আমেরিকান নির্বাচিত অ্যাটর্নি জেনারেল, এই মামলা সম্পর্কে ব্যক্তিগত সংযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এটি শুধু আইনি বিষয় নয়, এটি ব্যক্তিগত। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভুল এবং এটি আমেরিকান পরিবারে গভীর ক্ষতি করবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আদেশ নিয়ে আইনি বিতর্ক আরও দীর্ঘায়িত হবে এবং এটি আমেরিকার রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

আরও পড়ুন

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।