সঞ্জয় হাজরা
যৌনকর্মীদেরও মা দুর্গার আরাধনা করার অধিকার আছে। যে সংগঠনের মাধ্যমে তাঁরা এই অধিকার আদায় করে নিয়েছেন সেই সংগঠনের নাম ‘দুর্বার মহিলা সমন্বয় সমিতি’। কলকাতার সোনাগাছি অঞ্চলে ‘দুর্বার’ আয়োজিত দুর্গাপুজো এবার ১২ বছরে পড়ল। সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবারের দুর্গোৎসবের উদ্বোধন হল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমার আবরণ উন্মোচন করেন এই সংগঠনের সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “এই পেশার সাথে যুক্ত এই সমস্ত কর্মী তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় যে পুজো করেন তাকে আমি দেবীর প্রকৃত আরাধনা বলে মনে করি। আমার মতে দেবী হলেন এঁরাই।”

মদন মিত্র ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুরমাতা সুনন্দা সরকার, ২৪ নম্বর ওয়ার্ডের পুরমাতা ইলোরা সাহা, ২৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা রাজেশকুমার সিনহা, সংগঠনের সচিব বিশাখা লস্কর-সহ সমাজের একাধিক বিদ্বজ্জনেরা।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে ‘দুর্বার’ এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। উক্ত অনুষ্ঠানে তাদের সংগঠনের কর্মীরা এবং তাঁদের ছেলেমেয়েরা নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়।
ছবি: প্রতিবেদক