কলকাতা: কোথাও ভক্তির টানে। কোথাও আবার নিছক পিকনিক মুড। বছরের প্রথম দিন কল্পতরু উৎসব উপলক্ষে লম্বা লাইন চোখে পড়ল কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর মন্দির-সহ বিভিন্ন স্থানে। জমজমাট আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ শহরের অন্য়ান্য ঘুরে দেখার জায়গাগুলিও।
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু-রূপে আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সেখানে আজ ভক্তদের ঢল নেমেছে। ফুল-মালায় সাজিয়ে তোলা হয়েছে উদ্যানবাটী। সকাল থেকেই দর্শনার্থীদের লাইন। ছবি: রাজীব বসু
দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন ভক্তদের। ছবি: রাজীব বসু
নতুন বছরকে স্বাগত জানাতে ফেস্টিভ মুডে বাঙালি। ভিক্টোরিয়াতেও ভিড় অগুন্তি মানুষের। সকাল থেকেই ভিড় চোখে পড়ার মতোই। ছবি: রাজীব বসু
কনকনে ঠান্ডা না থাকলেও রয়েছে শীতের আমেজ। বছরের প্রথম দিনেই ময়দানে মানুষের মেলা। ছবি: রাজীব বসু
নতুন বছরের প্রথম দিনে আলিপুর চিড়িয়াখানায় দেখার মতো ভিড়। সোমবার প্রচুর মানুষ জড়ো হন চিড়িয়াখানায়। ছবি: রাজীব বসু