কলকাতা: জমজমাট ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (International Kolkata Book Fair)। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে মেলা গ্রাউন্ডে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা প্রাঙ্গণ। বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্প্রতি সল্টলেক সেন্ট্রাল পার্কের নাম পরিবর্তন করে বইমেলা প্রাঙ্গণ রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর সেই বইমেলা প্রাঙ্গণেই চলেছে এই বইমেলা। ভিড় আট থেকে আশি- সকলরেই। ছবি: রাজীব বসু

সোমবার উদ্বোধনের পর থেকেই বইমেলায় ক্রেতার ভিড় যথেষ্ট। এ বারের বইমেলার মাঝে ৫ ও ১২ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। ওই দিনগুলিতে ভিড় আরও বাড়বে বলেই ধরে নেওয়া যায়। ছবি: রাজীব বসু

শীর্ষস্থানীয় প্রায় সব প্রকাশনী সংস্থা বইয়ের পসরা নিয়ে বসেছে বইমেলায়। সঙ্গে রয়েছেন ছোটো এবং নতুন প্রকাশকরাও। ক্রেতা সমাগম মোটের উপর মন্দ নয়। ছবি: রাজীব বসু

ভিড় থেকে বই বিক্রির নিরিখে আগের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে এ বারও। ছবি: রাজীব বসু

এ বছর স্টলের সংখ্যা বাড়িয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। শুধু বই নয়, রয়েছে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ছবি: রাজীব বসু

স্টলে স্টলে ভিড় মানুষের, বইয়ের ঘ্রাণে ভরপুর বইমেলা। আর তারই সঙ্গে পছন্দের বইটি কিনে ফেলা। ছবি: রাজীব বসু

উল্লেখযোগ্য ভাবে নজরে পড়ছে কমবয়সিদের আগমন। বিশেষজ্ঞরা যেখানে বলছেন, মোবাইল ছেড়ে বইয়ে মন দিতে, বইমেলায় যেন স কথারই প্রতিফলন! ছবি: রাজীব বসু
