কলকাতা: সোমবার (৩০ জানুয়ারি) ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (International Kolkata Book Fair) উদ্বোধন। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।

সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। ছবি: রাজীব বসু

সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। ছবি: রাজীব বসু

এ বারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। ২০০৬ সালের পর এ বছর আবারও ইউরোপের এই দেশকে বেছে নেওয়া হয়েছে। স্পেন ছাড়াও প্রতিবছরের মতো আগামী বইমেলাতেও অংশ নেবে একাধিক দেশ। তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়ার মতো বিভিন্ন দেশ। ছবি: রাজীব বসু

এ বছর স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষ। শুধু বই নয়, থাকবে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ছবি: রাজীব বসু

বইমেলাপ্রাঙ্গণে থাকছে ৯৫০টি বইয়ের স্টল। এর বাইরে ৭০টি স্টল দেবে বাংলাদেশ। মোট ৯টা গেট হচ্ছে মেলাপ্রাঙ্গণে। ছবি: রাজীব বসু
