Homeখবরকলকাতাকলকাতার এমএলএ হোস্টেলে রহস্যমৃত্যু! উদ্ধার তৃণমূল বিধায়কের দেহরক্ষীর দেহ

কলকাতার এমএলএ হোস্টেলে রহস্যমৃত্যু! উদ্ধার তৃণমূল বিধায়কের দেহরক্ষীর দেহ

প্রকাশিত

কলকাতা: শনিবার সকালে কলকাতার এমএলএ হস্টেলের এক তলা থেকে উদ্ধার দেহ। এক বিধায়কের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

ঘটনায় প্রকাশ, এ দিন সকালে একতলা থেকে পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের চারতলা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী অথবা আত্মহত্যাও করতে পারেন। পাশাপাশি, তাঁকে কেউ ওপর থেকে ঠেলে ফেলে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও ধোঁয়াশা রয়েছে। কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ।

ইতিমধ্যেই ফরেনসিক টিম দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাস্থলে পৌঁছেছেন ডেপুটি কমিশনার পুলিশ।

এমনিতে এমএলএ হস্টেল একটি হাইসিকিওরড জোন। সেখানে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এখন হস্টেল চত্বর ঘিরে ফেলা হয়েছে। লালবাজার সূত্রে খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কারা কারা হস্টেলে এসেছেন, তার তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা ধরে সকলের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলা হবে।

ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে।’’

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন চম্পই সোরেন! ৫ দিনের ইডি হেফাজতে হেমন্ত সোরেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।