কলকাতা : আগামী দিনে নতুন রূপ নিয়ে আসতে চলেছে রাজ্য দমকল বিভাগ। নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর তারই সবুজ সংকেত দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এমনকি দমকল ব্যবস্থাকে আধুনিকরণ করতে এবার দমকল বাহিনীর হাতে থাকবে ড্রোন। মানুষকে আরও বেশি পরিষেবা দিতে দমকল বিভাগকে বেশি করে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয় জীর্ণ দমকল কেন্দ্র গুলি ফের নতুন রূপ পেতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এমনকি তৈরি হতে চলেছে নতুন চারটি দমকল কেন্দ্র।
বুধবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর দমকল বিভাগকে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আধুনিককরণ করা হচ্ছে অগ্নিনির্বাপন বিভাগে। বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় আরও সহজে আগুন নেভাতে এবার দমকল বিভাগের হাতে আসছে অত্যাধুনিক ড্রোন। যার কারণ হিসেবে বলা হচ্ছে জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে পকেট ফায়ার খুঁজতে কিংবা আগুনের উৎস খুঁজে বের করতে যে সমস্যা হতো সেই সমস্যার সমাধান করতে এবার ড্রোন কিনবে অগ্নিনির্বাপন বিভাগ। ফেব্রুয়ারি মাসের মধ্যেই চারটির ড্রোনের মধ্যে দুটি ড্রোন দমকল বিভাগের হাতে আসবে। বাকি দুটি কিছুদিনের মধ্যেই চলে আসবে দমকল বিভাগের হাতে। ফলে কোন ক্ষেত্রে বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে পৌঁছাতে পারেনা দমকল আধিকারিকরা এবার সেই সমস্ত এলাকায় পৌঁছাবেন ড্রোন ফলে আগুন নেভানো আরো সহজ হয়ে উঠবে। অন্যদিকে রাজ্যের চারটি দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। যার মধ্যে একটি হবে দমকল মন্ত্রী সুজিত বসুর বিধানসভা অঞ্চল লেকটাউনে এবং অপর তিনটি তৈরি হবে মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর চব্বিশ পরগণায়। অন্যদিকে কলকাতার টালিগঞ্জ ও কালীঘাটের দমকল কেন্দ্র দুটি সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কালীঘাটের দমকল কেন্দ্রটি কালীঘাটের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। যার নকশা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং কালীঘাটের আদলে দমকল কেন্দ্র তৈরীর পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটের আদলে দমকল কেন্দ্র তৈরির বিষয়ে বুধবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ” এই দমকল কেন্দ্রের ডিজাইন মুখ্যমন্ত্রীকে দেখিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে। অর্থ দপ্তর ইতিমধ্যে দমকল কেন্দ্র দুটির পুনর্নির্মাণের অর্থ বরাদ্দ করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ড্রোন কেনা হচ্ছে।”