কলকাতা : শহরে ফের টাকার পাহাড়। বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট। সন্দেহজনক গাড়ি তল্লাশি করতেই উদ্ধার প্রায় এক কোটি টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ এর গোয়েন্দারা। সেই মুহূর্তেই এই টাকা উদ্ধার হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফের-এর গোয়েন্দারা। তল্লাশি অভিযান চলাকালীন গড়িয়া হাট মোড়ের কাছে একটি গাড়ি আটক করে আধিকারিকরা। সেই গাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার প্রায় ১ কোটি টাকা। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির ড্রাইভার সহ আরও একজনকে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকার সঙ্গে যোগ থাকতে পারে হাওয়ালার। জানা যাচ্ছে, দুলাল রায়ের বাড়ি বেলগাছিয়ায় এবং মুকেশ সারস্বতের বাড়ি কলকাতার যমুনা লালবাজার স্ট্রিটে। যদিও রাজস্থানেই থাকেন তিনি। জানা যাচ্ছে, গড়িয়াহাট থানা থেকে ধৃতদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।
উল্লেখ্য, গতকাল দক্ষিণ কলকাতার বালিগঞ্জে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটি একটি বেসরকারি সংস্থার অফিস। মঙ্গলবারই দিল্লি থেকে ইডির একটি টিম কলকাতায় আসে। বুধবার দুপুর বারোটা নাগাদ ওই বেসরকারি সংস্থাটির দু’টি অফিসে হানা দেন গোয়েন্দারা। সংস্থাটি মূলত প্রোমোটিং বা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত।