Homeখবরকলকাতাবালিগঞ্জের পর গড়িয়াহাট, শহরে ফের টাকার পাহাড়

বালিগঞ্জের পর গড়িয়াহাট, শহরে ফের টাকার পাহাড়

প্রকাশিত

কলকাতা : শহরে ফের টাকার পাহাড়। বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট। সন্দেহজনক গাড়ি তল্লাশি করতেই উদ্ধার প্রায় এক কোটি টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ এর গোয়েন্দারা। সেই মুহূর্তেই এই টাকা উদ্ধার হয়।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফের-এর গোয়েন্দারা। তল্লাশি অভিযান চলাকালীন গড়িয়া হাট মোড়ের কাছে একটি গাড়ি আটক করে আধিকারিকরা। সেই গাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার প্রায় ১ কোটি টাকা। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির ড্রাইভার সহ আরও একজনকে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকার সঙ্গে যোগ থাকতে পারে হাওয়ালার। জানা যাচ্ছে, দুলাল রায়ের বাড়ি বেলগাছিয়ায় এবং মুকেশ সারস্বতের বাড়ি কলকাতার যমুনা লালবাজার স্ট্রিটে। যদিও রাজস্থানেই থাকেন তিনি। জানা যাচ্ছে, গড়িয়াহাট থানা থেকে ধৃতদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।

উল্লেখ্য, গতকাল দক্ষিণ কলকাতার বালিগঞ্জে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটি একটি বেসরকারি সংস্থার অফিস। মঙ্গলবারই দিল্লি থেকে ইডির একটি টিম কলকাতায় আসে। বুধবার দুপুর বারোটা নাগাদ ওই বেসরকারি সংস্থাটির দু’টি অফিসে হানা দেন গোয়েন্দারা। সংস্থাটি মূলত প্রোমোটিং বা রিয়েল এস্টেট ব‌্যবসার সঙ্গে জড়িত।

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে