রাইটার্স বিল্ডিংয়ের সামনে চাঞ্চল্যকর ঘটনা। সেনাবাহিনীর একটি ট্রাক হঠাৎ ডান দিকে বাঁক নিতেই বড় বিপদে পড়তে যাচ্ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো যায়। কলকাতা পুলিশের দাবি, ওই সেনা ট্রাকটি স্পষ্টভাবে ট্রাফিক আইন ভেঙে ডান দিকে বাঁক নেয়, যদিও সেখানে ‘নো রাইট টার্ন’ চিহ্ন দেওয়া ছিল।
ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করে। খবর যায় হেয়ার স্ট্রিট থানায়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন লালবাজারের আধিকারিকেরা। পাশাপাশি সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম থেকেও কর্মকর্তারা সেখানে পৌঁছোন। পরে আটক ট্রাকটি নিয়ে যাওয়া হয় ডেকার্স লেনে, যেখানে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
লালবাজারের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ট্রাকটি সোজা এগোতে গিয়ে হঠাৎই ডান দিকে ঘুরছে। আর ঠিক সেই সময় পুলিশ কমিশনারের গাড়ি ধাক্কা এড়াতে রাস্তার একেবারে ডান দিকে সরে যায়। পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতেও ‘নো রাইট টার্ন’-এর সাইনবোর্ড স্পষ্ট ধরা পড়েছে।
তবে সেনার এক কর্মী পুলিশের দাবি খারিজ করে দিয়েছেন। তাঁর কথায়, সিগন্যাল সবুজ থাকায় ট্রাক ডান দিকে ঘুরেছিল। তিনি আরও জানান, সেসময় পিছনে সিপি-র গাড়ি রয়েছে, তা তাঁদের অজানা ছিল।
এই ঘটনায় নিয়মভঙ্গের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে লালবাজার।
আরও পড়ুন: দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা