Homeখবরকলকাতাগ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

গ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

প্রকাশিত

ব্যারাকপুর : মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার জের। টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানোর পর কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। যদিও এই গ্রেফতারি প্রসঙ্গে জানাতে গিয়ে আইনজীবী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছে সে কারণেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার নৈতিক জয়’।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে যুব কংগ্রেস। এদিন সকালেই আইনজীবীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন যুব কংগ্রেসের কর্মীরা। যদিও আইনের পথে হেটে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন আইনজীবী, এমনটাই জানিয়েছেন তিনি।

শনিবার ভোররাতেই আইনজীবীর বাড়ি পৌঁছে গিয়েছিল বটতলা থানার পুলিশের একটি দল। প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আইনজীবীকে। এরপর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বটতলা থানায়। পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেন, ‘রাত তিনটে নাগাদ আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। এমন ভাবে পুলিশ আমার বাড়িতে উপস্থিত হয় যেন আমি কোন বিস্ফোরণ ঘটিয়েছি। অথবা সন্ত্রাসবাদী কাণ্ডের সঙ্গে যুক্ত’।

মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের লড়াই নতুন করে শুরু হল বলেও জানিয়ে দিয়েছেন আইনজীবী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার নাম কৌস্তভ বাগচী। আমি কাউকে ছেড়ে দেওয়ার মতন পাত্র নই। মুখ্যমন্ত্রীর রাতের ঘুম আমি উড়িয়ে দেব’।

কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস”।

পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪এ এবং ১২০বি ধারায় কৌস্তভকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কালো টাকা সাদা করার চেষ্টা! নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃতীয় নারীর হদিশ

সাম্প্রতিকতম

মাছের ভেরি নিয়ে ‘পলিসি’ আনছে রাজ্য সরকার, বসিরহাটের প্রচার সভায় জানালেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালির জনবিক্ষোভের সময় অভিযোগ ওঠে জোর করে জমি দখল করে ভেড়ি তৈরি করার। সেই...

আইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৯ (১৯.৩ ওভারে) (রাহুল ত্রিপাঠী ৫৫, হাইনরিখ ক্লাসেন ৩২, মিশেল স্টার্ক ৩-৩৪,...

হেলিকপ্টার ভেঙে মৃত্যু ইরানের প্রেসিডেন্টের, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২৮ মে

তেহরান: হেলিকপ্টার ভেঙে মৃত্যুই হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ওই যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন ইরানের...

পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা, এই রাজ্য এবং ওড়িশায় ইভিএম-এ গণ্ডগোল এবং...

আরও পড়ুন

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরের অন্যতম বৃহৎ সাংবাদিক-সংগঠন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব রবিবার স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন...

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।