Homeখবরকলকাতাবেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

নেতাজিনগরের মৃত্যুর কয়েক দিনের মাথায় বেহালায় ফের একই চিত্র। বিদ্যুতের ত্রুটি ও শহরের জলাবদ্ধতা মিলে কলকাতার নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার। একের পর এক মৃত্যুর ঘটনায় এবারও কাঠগড়ায় সিইএসসি এবং নগর পরিকল্পনার খামতি।

প্রকাশিত

কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল। শনিবার সকালে বেহালা-সরশুনা এলাকায় দোকানের শাটার খোলার সময় প্রাণ হারালেন ৬৬ বছরের শ্রাবন্তী দেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের সামনে জমা জলে দাঁড়িয়ে তিনি শাটার তোলার চেষ্টা করছিলেন। সেই সময় হঠাৎই শাটারে বিদ্যুতের প্রবাহ লাগে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিইএসসি-র দাবি, দোকানের ছাদের টিন শেডে লাগানো একটি আলোর তার সঠিকভাবে বসানো ছিল না। সেই বিদ্যুৎবাহী তারের সংযোগ থেকেই শাটারে কারেন্ট ছড়ায়। আর জমা জলের মধ্যে দাঁড়িয়ে থাকায় বিদ্যুতের প্রবাহ আরও দ্রুত হয়।

এই ঘটনার কয়েক দিন আগে প্রবল বর্ষণে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে মৃত্যুর ঘটনা ঘটেছিল। নেতাজিনগরে জমা জলে দাঁড়িয়ে রাস্তার লাইটপোস্টে হাত দেওয়ায় এক ফলবিক্রেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই ঘটনায় প্রাণ হারায় একটি কুকুরও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য শহরবাসীকে শিউরে তুলেছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবারের বৃষ্টির পর বেহালার বেশ কয়েকটি রাস্তায় এখনও জল জমে রয়েছে। প্রতিদিন সেই জলের উপর দিয়েই যাতায়াত ও দৈনন্দিন কাজ করতে হচ্ছে মানুষকে। শনিবারও শ্রাবন্তী দেবী জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে দোকান খোলার চেষ্টা করছিলেন। যদিও সরাসরি জলে বিদ্যুতের সংস্পর্শ ছিল না, কিন্তু শাটারের ত্রুটিপূর্ণ সংযোগই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি বাসিন্দাদের।

এক সপ্তাহের মধ্যেই জলাবদ্ধতা ও বিদ্যুতের খামতির কারণে একাধিক মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের নাগরিক নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েই।

আরও পড়ুন: পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।