Homeখবরকলকাতাসুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বে 'কর্মবিরতিতে' অনড় আরজি করের চিকিৎসকরা

সুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বে ‘কর্মবিরতিতে’ অনড় আরজি করের চিকিৎসকরা

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা তাদের ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বেও, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ধর্মঘট বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, দিল্লির এইমসের চিকিৎসকরা আজ তাদের দীর্ঘ প্রায় দুই সপ্তাহব্যাপী ধর্মঘট তুলে নিয়েছেন। সুপ্রিম কোর্ট তাদের আশ্বাস দিয়েছে যে, চিকিৎসকদের বিরুদ্ধে ‘কোনও কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে না।

বৃহস্পতিবার, দিল্লির এইমস হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা তাদের ধর্মঘট তুলে নেন। সুপ্রিম কোর্ট বুধবার চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছিল, “আমাদের বিশ্বাস করুন” এবং কাজে ফিরে আসার অনুরোধ করেছিল। এর পরেই । বৃহন্মমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের চিকিৎসকরাও তাদের ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

সুপ্রিম কোর্ট এই ঘটনার উপর স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা গ্রহণ করেছে এবং মঙ্গলবার এই বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে আদালত আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ভূমিকা এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া নিয়ে কঠোর মন্তব্য করেছে। আদালত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছে, কারণ এই ধর্মঘট চলতে থাকলে রোগীদের চিকিৎসা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার বলেন, “আমরা সমস্ত চিকিৎসকদের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি… আমরা তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এখানে রয়েছি। আমাদের বিশ্বাস করুন, তাই আমরা বিষয়টি (কলকাতা) হাইকোর্টে ছেড়ে দিইনি।”

ধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দ্রুত বিচার প্রক্রিয়ার আবেদন

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে, চিকিৎসকদের ওপর হিংসা প্রতিরোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ১০ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এদিকে, সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা তদন্তের অগ্রগতির বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিক। এছাড়াও, রাজ্য সরকারকে গত সপ্তাহে আরজি কর হাসপাতালে হওয়া ভাঙচুরের বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা তাদের ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা চিকিৎসা পরিষেবার ওপর বড় প্রভাব ফেলতে পারে। তবে সুপ্রিম কোর্টের আশ্বাসের পরও ধর্মঘট বন্ধ না করার এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।