Homeখবরকলকাতাদেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

প্রকাশিত

২০২৩–২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক টেনেছে রাজ্যে। রাজ্য বিধানসভায় এই তথ্য জানিয়ে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, গত বছরে বাংলায় পা রেখেছেন ৩২ লক্ষ বিদেশি পর্যটক, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। একমাত্র মহারাষ্ট্র ও গুজরাত এই তালিকায় বাংলার আগে রয়েছে।

এই সংখ্যা ২০২২–২৩ সালে ছিল ২৭.১ লক্ষ, আর ২০২১–২২ সালে মাত্র ১০.৪ লক্ষ। অর্থাৎ, কোভিড পরবর্তী সময়ে পর্যটনে বাংলা উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে।

মন্ত্রী জানান, ২০২৩–২৪ সালে দেশের মোট বিদেশি পর্যটক আগমনের ১৪.৮ শতাংশ ছিল পশ্চিমবঙ্গে। “এটা অত্যন্ত গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে বাংলা এখন দৃঢ় জায়গা করে নিয়েছে,” বিধানসভায় বলেন মন্ত্রী।

বাংলাদেশ নয়, ইউরোপ-অস্ট্রেলিয়ার পর্যটকই বেশি
রাজ্যে বিদেশি পর্যটকের বড় অংশ বাংলাদেশ থেকে আসে—এই ধারণা খণ্ডন করে ইন্দ্রনীল বলেন, “৩২ লক্ষ পর্যটকের মধ্যে মাত্র ১.৮ লক্ষ বাংলাদেশ থেকে। বাকি ২৭ লক্ষের বেশি পর্যটক এসেছেন ইউরোপ, রাশিয়া, ও অস্ট্রেলিয়া থেকে।”

বিশ্বনাথ করক (বিজেপি বিধায়ক)-এর প্রশ্নের উত্তরে এই তথ্য দেন মন্ত্রী।

দুর্গাপুজোই আন্তর্জাতিক আকর্ষণ

বিশেষ করে ইউনেসকো স্বীকৃত কলকাতার দুর্গাপুজো এখন অন্যতম আন্তর্জাতিক আকর্ষণ। ২০২৩ সালের মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত শহরে এসেছিলেন ৫ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক, যার মধ্যে কেবল পুজোর পাঁচ দিনে এসেছিলেন ২০ হাজারেরও বেশি আন্তর্জাতিক পর্যটক, জানান ট্রাভেল এজেন্টরা।

কানাডা, স্পেন, ইউরোপ, যুক্তরাজ্য থেকে পুজোর আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে বলেও জানান ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া-র অনিল পাঞ্জাবি।

হিমালয় নয়, পাহাড় মানেই এখন দার্জিলিং-কার্সিয়াং
দার্জিলিং ও কার্সিয়াং-এ বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে। জনপ্রিয় হয়ে উঠছে টি ট্যুরিজম

মানব সোনি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য বলেন, “দার্জিলিং এখন শিমলা-মানালির থেকেও বেশি প্রেফারড ডেস্টিনেশন বিদেশিদের কাছে।”

পুরুলিয়া-বাঁকুড়ায় ইকো ট্যুরিজমের জোয়ার

একসময় বাংলার পর্যটন মানচিত্রে প্রান্তিক পুরুলিয়া ও বাঁকুড়া এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। অযোধ্যা পাহাড়ে সম্প্রতি চালু হওয়া ইকো-ট্যুরিজম সেন্টার ইতিমধ্যেই ৮৭% বুকিং পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর সঙ্গে গঠিত হয়েছে পুরুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিল

পেশাদার ট্যুর গাইডেও বাংলা শীর্ষে

পর্যটনকে পেশাগত দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে ১,০২২ জন প্রশিক্ষিত ট্যুর গাইড তৈরি করেছে রাজ্য, যা দেশের মধ্যে সর্বাধিক।

নর্থইস্টের গেটওয়ে হিসেবে বাংলার গুরুত্ব

সিকিম, অসম, মেঘালয়ের মতো রাজ্যে যাওয়া বিদেশি পর্যটকদের জন্য বেঙ্গল এখন ট্রানজিট হাব। এছাড়াও, দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির-এর মতো নতুন ধর্মীয় কেন্দ্রও পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...