Homeখবরকলকাতাসংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলুর জীবনাবসান

সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলুর জীবনাবসান

প্রকাশিত

কলকাতা: উচ্চাঙ্গসংগীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু প্রয়াত হলেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। পণ্ডিত কিচলুর প্রয়াণে সংগীতজগতে অপূরণীয় ক্ষতি হল।

আগরা ঘরানার এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা-সহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় তিনি ইহলোক ত্যাগ করলেন। শিল্পীর অনুরাগীরা যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য তাঁর দেহ রবিবার ১২টা নাগাদ রবীন্দ্র সদনে শায়িত থাকবে। তার পর হবে তাঁর শেষকৃত্য।

১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর অধুনা উত্তরাখণ্ডের আলমোড়ায় জন্ম বিজয় কুমার কিচলু। পড়াশোনা ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার ফাঁকেই তিনি শাস্ত্রীয় সংগীতে পাঠ নিতে থাকেন। ডাগর ভ্রাতৃদ্বয়ের কাছে ধ্রুপদ এবং লতাফৎ হুসেন খানের কাছে খেয়াল শেখেন। আগরা ঘরানার শিল্পী হিসাবে নামডাক হয় বিজয় কুমার কিচলুর। ভাই রবি কুমার কিচলুকে নিয়ে শাস্ত্রীয় সংগীতে দ্বৈত শিল্পী হিসাবে বিখ্যাত হয়ে ওঠেন বিজয়।

১৯৫৫ সালে ব্রিটিশ শিপিং কোম্পানিতে চাকরি নিয়ে কলকাতায় আসেন বিজয় কুমার কিচলু। তখন থেকেই আমৃত্যু তিনি কলকাতাতেই থেকে গেলেন। কলকাতায় কিছু দিনের মধ্যেই পণ্ডিত কিচলুর হৃদ্যতা গড়ে ওঠে পণ্ডিত এ কানন, জ্ঞানপ্রকাশ ঘোষ, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর সঙ্গে। তাঁদেরই উদ্যোগে পরিবেশিত হয় ক্যালকাটা মিউজিক সার্কেলের মতো সংগীতাতানুষ্ঠান।

পণ্ডিত কিচলুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, “বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আগ্রা ঘরানার শিল্পী বিজয় কিচলু ছিলেন আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিজয় কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন পণ্ডিত বিজয় কুমার কিচলু। এ ছাড়াও সংগীত নাটক রিসার্চ অ্যাকাডেমির স্বীকৃতি লাভ করেছেন তিনি। সম্মানিত হয়েছেন নানা উপাধি ও সম্মানে। তিনি ছিলেন সংগীত রিসার্চ অ্যাকাডেমির জনক ও এক‌জিকিউটিভ ডিরেক্টর।

আরও পড়ুন 

তুলসীদাস বলরামের ছিল বৈচিত্র্য, বহুমুখিতা আর উদ্ভাবনী ক্ষমতা

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: সেঞ্চুরির পথে বেয়ারস্টোর সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...