Homeখবরকলকাতাগৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

গৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

প্রকাশিত

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় ধাপে ধাপে বেড়েছে গণঋণে সুদের হার। তার ফলে ধাক্কা লেগেছে আবাসন শিল্পের বাজারে। তবু পরিসংখ্যান বলছে কলকাতার আবাসন শিল্পের বাজারে স্বস্তি দেওয়া দেওয়ার মতো বৃদ্ধি নজরে এসেছে। মে মাসের তুলনা ফ্ল্যাটের বিক্রি বেড়েছে ২০ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতেই কলকাতায় সবচেয়ে বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। সে মাসে মোট ৪ হাজার ১৭৮টি ফ্ল্যাট বিক্রি হয়। তার পর ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল ও মে মাসে যথাক্রমে ২,৯২২, ৩,৩৭০, ২,২৬৮ এবং ২,৮৬৩টি ফ্ল্যাট বিক্রি হয়।

আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্কের রিপোর্ট জানাচ্ছে, গত চার বছরের তুলনামূলক হিসাবে এ বছরই কলকাতায় সবচেয়ে বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছে। গত বছরের জুন মাসে কলকাতা ৩ হাজার ৪৪টি ফ্ল্যাট বিক্রি হয়। তার আগের দু’বছরে সেই সংখ্যা দেড় হাজারের আশপাশে ছিল বলে সংস্থার রিপোর্টে জানানো হয়েছে।

(পডুন: আইটিআর দাখিলে কর ফাঁকির দিন শেষ! এআই প্রযুক্তি ব্যবহার করছে আয়কর বিভাগ)

ছোট ফ্ল্যাটের বিক্রি বেড়েছে

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানো ফলে গৃহঋণে বেড়েছে সুদের হার। ফলে তার প্রভাব পড়েছে আবাসনের বিক্রিতেও। রিপোর্ট বলছে, গত মাসে যে সংখ্যক ফ্ল্যাট বিক্রি হয়েছে, তার মধ্যে ৫০০ বর্গফুটের কম আয়তনের ফ্ল্যাটের সংখ্যা ১,২২৯ টি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৫০১ থেকে ১ হাজার বর্গফুট আয়তনের (মাঝারি) ফ্ল্যাট। এর সংখ্যা ১,৪৩৫। বাকি বিক্রি হওয়া ফ্ল্যাটের আয়তন এক হাজার বর্গফুটের বেশি। গত বছর জুনের সঙ্গে তুলনা করলে, ছোট ফ্ল্যাটের বিক্রির হার অনেকটাই বেড়েছে কলকাতায়।

মাঝারি মাপের ফ্ল্যাটের বাজার মোটামুটি একই আছে। তুলনামূলক ভাবে কিছুটা কমেছে উচ্চবিত্তের ফ্ল্যাটের বিক্রি।  চলতি  মাসের সঙ্গে আগস্ট মাসেও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কিছুটা ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ শ্রাবণ মলমাস বলে অনেকেই শুভ কাজ করতে চান না। এর প্রভাব পড়তে পারে আবাসনের বাজারে। বিক্রি বাড়বে আসন্ন উৎসবের মরসুমে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতার চার মেট্রোর জন্য বাজেট-বরাদ্দ ৪ হাজার কোটি টাকারও বেশি

খবর অনলাইন ডেস্ক: এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতার চারটি মেট্রো প্রকল্পের জন্য ৪ হাজার কোটি...

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ...

২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

কলকাতায় সিএনজি সরবরাহের সমস্যা সমাধানের জন্য গলসি থেকে কল্যাণী পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দুই মাসের মধ্যে কল্যাণীতে সিএনজি সরবরাহ শুরু হবে, যা কলকাতায় প্রতিদিন ৫১ টন গ্যাস সরবরাহ করবে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?