Homeখবরকলকাতাশুক্রবার বিকালে ধর্মতলায় জমায়েতের ডাক ডাক্তারদের, সাধারণ মানুষকেও আহ্বান, এখনও আশঙ্কাজনক অনিকেত

শুক্রবার বিকালে ধর্মতলায় জমায়েতের ডাক ডাক্তারদের, সাধারণ মানুষকেও আহ্বান, এখনও আশঙ্কাজনক অনিকেত

প্রকাশিত

শুক্রবার বিকালে ধর্মতলায় জমায়েতের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর পক্ষ থেকে দেবাশিস হালদার নাগরিক সমাজকে অনুরোধ করেছেন তাঁদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে এগিয়ে আসতে। শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চের পাশে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে শহরবাসীর সক্রিয় সমর্থন চাওয়া হয়েছে। দেবাশিসের আবেদন, “আমাদের সহযোদ্ধাদের সাহসিকতা ও সংকল্পের লড়াইয়ে পাশে দাঁড়ান, আপনারা আমাদের শক্তি।”

এ দিনই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে চিকিৎসকদের যৌথ প্ল্যাটফর্ম ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌‌স’। চিকিৎসকদের যাবতীয় দাবি মেটাতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে চিঠিতে। জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা বিগত তিন দিন ধরে একই দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও এখনও কোনও সুরাহা হয়নি।

অন্যদিকে আশঙ্কাজনক শারীরিক অবস্থায় রয়েছেন অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর শরীরে গুরুতর জলশূন্যতা তৈরি হয়েছে এবং মূত্রে ‘কিটোন বডি’ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আরজি কর হাসপাতালের সিসিইউ ইনচার্জ চিকিৎসক সোমা মুখোপাধ্যায়। বোর্ডে আরও রয়েছেন নেফ্রোলজি বিভাগের চিকিৎসক কানাইলাল কর্মকার, মেডিসিন বিভাগের সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্বদীপ মজুমদার এবং চিকিৎসক সুজয় কুমার রায়।

বৃহস্পতিবার গভীর রাতে আরজি করের চিকিৎসক সৈকত নিয়োগী ধর্মতলার মঞ্চে গিয়ে অনিকেতের স্বাস্থ্য পরীক্ষা করে জানান, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক এবং তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। একইভাবে, আরেক অনশনকারী জুনিয়র ডাক্তার স্নিগ্ধা হাজরার অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। চিকিৎসকরা বলছেন, অনিকেত ও স্নিগ্ধা দুজনকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা জরুরি।

অনিকেতের অসুস্থতার পরেও বাকিরা অনশন চালিয়ে যাচ্ছেন। ধর্মতলার মঞ্চে তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য অনশন চালাচ্ছেন। টানা অনশনের কারণে তাঁদেরও শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে স্নিগ্ধার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

চিকিৎসকদের দাবির প্রতি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় তাঁদের ক্ষোভ বাড়ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।