আজ দোল, রঙিন হয়ে ওঠার দিন

0
ওইটা চাই...। ছবি: রাজীব বসু

কলকাতা: মঙ্গলবার দোল আর বুধবার হোলি। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। তবে ক’দিন ধরেই স্কুল-কলেজ, প্রতিষ্ঠান-সহ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে রঙের উৎসবের মহড়া। যা চূড়ান্ত রূপ পাবে মঙ্গলবার।

দোলের আগেই দেদার দোল খেলা। ছবি: রাজীব বসু

উত্তর কলকাতার একটি কলেজে ছাত্রীদের আগাম দোল। ছবি: রাজীব বসু

রং মাখতে নেই মানা। ছবি: রাজীব বসু

দোলের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: রাজীব বসু

দোলের আবির ও নানান রঙের পসরা। ছবি: রাজীব বসু

আবির. নানান রঙ ও পিচকারির পাশাপাশি রয়েছে মুখোশ। ছবি: রাজীব বসু

আরও দেখুন: দৃষ্টিহীন কিশোর-কিশোরীদের নিয়ে ‘শারদীয়া’র ‘ফুলদোল’: রাজীব বসুর ক্যামেরায়

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন