কলকাতা: পবিত্র রমজান মাসের শেষে ইদ (Eid-ul-Fitr) পালন ঘিরে সর্বত্রই ইসলামধর্মাবলম্বীদের মধ্যে প্রবল উৎসাহ। ইসলাম ধর্মীয় মতে দশম মাস শাওয়ালের প্রথম তারিখ ও রমজানের শেষ দিনে চাঁদ দেখার পর ইদ পালিত হয়। রোজা ভাঙা হয় ইদের চাঁদ দেখে। শনিবার অথবা রবিবার খুশির ইদের চাঁদ দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। ইদ উপলক্ষে বড়োরা ছোটদের নতুন উপহার দেন। নতুন জামাকাপড় পড়ে উৎসবে মেতে ওঠে সবাই। যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে। কলকাতার নিউ মার্কেট এবং নাখোদা মসজিদ এলাকায় ঘুরে দেখলেন রাজীব বসু। ক্যামেরায় ধরা পড়ল ইদের প্রস্তুতি।
১
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.