কলকাতা: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি….”। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেজে উঠেছে কলকাতার রাজপথ।

১৯৪৮ সাল থেকে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) শুরু হওয়া ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। (ছবি: রাজীব বসু)

সেদিন ঢাকায় শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেন ভাষার জন্য লড়াইরত এ দেশের ছাত্র-জনতা। (ছবি: রাজীব বসু)

পাকিস্তানি শাসকগোষ্ঠীর পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, বরকত, রফিক, সফিউর, জব্বার-সহ নাম না-জানা অনেক বীর সন্তানের রক্তে রঞ্জিত হয় রাজপথ। (ছবি: রাজীব বসু)

২০০০ সাল থেকে পৃথিবীর প্রতিটি দেশ ফেব্রুয়ারির ২১ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। (ছবি: রাজীব বসু)
