Homeখবরকলকাতাসন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলার আবেদন, অনুমতি দিলে হাইকোর্টের প্রধান...

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলার আবেদন, অনুমতি দিলে হাইকোর্টের প্রধান বিচারপতি

প্রকাশিত

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। অভিযোগকারী হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি এই মামলাটি দায়ের করেন এবং ইডি তদন্তের দাবি তোলেন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আখতারের পক্ষ থেকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই আবেদনটি উপস্থাপন করেন।

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির বিষয়টি ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একই সঙ্গে সন্দীপ ঘোষকে আরও একটি মামলায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জেরা চলছে। তবে আর্থিক দুর্নীতির অভিযোগটি নতুন করে আলোড়ন তুলেছে। আখতার আলির পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন যে, এই গুরুতর অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিয়োগ করা উচিত।

বুধবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে দ্বিতীয় আবেদনটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, তবে সেই সিট কার্যকরভাবে তদন্ত করছে না। তাঁর মতে, এটি জনগণের চোখে ধুলো দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তাই হাইকোর্টকে অনুরোধ করা হয়েছে, যেন তারা এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং সঠিক তদন্তের ব্যবস্থা করে।

‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবিতে শামিল বাঁকুড়ার আকুই গ্রাম, যুবসমাজের উদ্যোগে মৌন মিছিল   

বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আখতার আলির মামলা দায়েরের অনুমতি দেয় এবং চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে। এই মামলার ফলাফল কী হবে, তা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।