আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। অভিযোগকারী হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি এই মামলাটি দায়ের করেন এবং ইডি তদন্তের দাবি তোলেন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আখতারের পক্ষ থেকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই আবেদনটি উপস্থাপন করেন।
আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির বিষয়টি ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একই সঙ্গে সন্দীপ ঘোষকে আরও একটি মামলায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জেরা চলছে। তবে আর্থিক দুর্নীতির অভিযোগটি নতুন করে আলোড়ন তুলেছে। আখতার আলির পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন যে, এই গুরুতর অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিয়োগ করা উচিত।
বুধবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে দ্বিতীয় আবেদনটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, তবে সেই সিট কার্যকরভাবে তদন্ত করছে না। তাঁর মতে, এটি জনগণের চোখে ধুলো দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তাই হাইকোর্টকে অনুরোধ করা হয়েছে, যেন তারা এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং সঠিক তদন্তের ব্যবস্থা করে।
‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবিতে শামিল বাঁকুড়ার আকুই গ্রাম, যুবসমাজের উদ্যোগে মৌন মিছিল
বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আখতার আলির মামলা দায়েরের অনুমতি দেয় এবং চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে। এই মামলার ফলাফল কী হবে, তা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।