কলকাতা: জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলনের অন্যতম বৈঠক সোমবার বসছে কলকাতায়। এ বার ১৮তম সম্মেলন। উন্নয়ন এবং আর্থিক-সহ নানা বিষয় নিয়ে গত ডিসেম্বর থেকে সম্মেলনের বিভিন্ন পর্ব শুরু হয়েছে দেশের বিভিন্ন শহরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে কলকাতায়। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে তৈরি শহর।

কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই জি-২০ বৈঠকে (G-20 Summit in Kolkata) অংশ নেবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা। ছবি: রাজীব বসু

আগামী সোম, মঙ্গল এবং বুধবার, এই তিন দিন ধরে কলকাতায় জি-২০ সম্মেলন চলবে। নতুন রঙের প্রলেপ পড়ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের গায়ে। ছবি: রাজীব বসু

বিশ্ব বাংলা কনভেশন সেন্টার থেকে ইএম বাইপাসের গোটা রাস্তায় রং-তুলির ছোঁয়া পড়েছে। ফুটিয়ে তোলা হয়েছে বাংলার সংস্কৃতি। ছবি: রাজীব বসু

জি-২০ সম্মেলনের জন্য নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সঙ্গে আলোর রোশনায় সেজে উঠেছে ইকোপার্ক। ছবি: রাজীব বসু
