কলকাতা: জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলনের অন্যতম বৈঠক সোমবার বসছে কলকাতায়। এ বার ১৮তম সম্মেলন। উন্নয়ন এবং আর্থিক-সহ নানা বিষয় নিয়ে গত ডিসেম্বর থেকে সম্মেলনের বিভিন্ন পর্ব শুরু হয়েছে দেশের বিভিন্ন শহরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে কলকাতায়। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে তৈরি শহর।