Homeখবরকলকাতাফের নিউটাউনে হকার উচ্ছেদ, বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল একের পর এক...

ফের নিউটাউনে হকার উচ্ছেদ, বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল একের পর এক দোকান

প্রকাশিত

কলকাতা: নিউটাউনে বেআইনি হকার উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনের পাচুরিয়া-সর্দারপাড়ায় ফুটপাথ দখলমুক্ত করতে নিউ টাউন উন্নয়ন পর্ষদ (NKDA) পুলিশের সহায়তায় বুলডোজায়র নিয়ে অভিযান চালায়। অভিযানের সময় মাইকিং করা হয় এবং ভিড় জমাতে নিষেধ করা হয় সকলকে। এর পর একে একে বেড়া ও টিনের ছাউনি ভেঙে ফেলা হয়।

এদিন নিউটাউনের DLF 2 বিল্ডিংয়ের কাছের ফুটপাতের দোকানগুলিও ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, দোকানগুলি বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, কিছুটা সময় পেলে তারা অন্তত সামগ্রীটুকু গুছিয়ে নিতে পারতেন। প্রশাসনের তরফে সময় না দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা।

হকার উচ্ছেদ, ব্যবসায়ীদের ক্ষোভ

এক ব্যবসায়ী বলেন, “আমাদেরকে কোনও সময় দেওয়া হয়নি। ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার সামগ্রী ছিল দোকানে, যা বিক্রির জন্য রাখা ছিল। কিন্তু বুলডোজার চালিয়ে সব ধ্বংস করে দেওয়া হলো। আমরা কিছুই বাঁচাতে পারিনি।”

অভিযানের সময় প্রশাসনের দাবি, এর আগে এলাকায় একটি সার্ভে করা হয়েছিল এবং সেই সার্ভের প্রেক্ষিতে বেআইনি দোকানগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। ধ্বংসস্তূপের চারপাশে হতাশা মুখে জড়ো হয়েছিলেন কয়েকজন ব্যবসায়ী।

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

ফুটপাত দখলমুক্ত করার এই পদক্ষেপে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রশাসন তাদের সময় দেয়নি এবং একটুও সুযোগ না দিয়ে বুলডোজার নামানো হয়।

এই অভিযান নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, “আমাদেরকে একটু সময় দিলে অন্তত কিছুটা সামগ্রী বাঁচিয়ে নিতে পারতাম। কিন্তু প্রশাসন কোনো সময় দিল না।”

প্রশাসনের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, বেআইনি দোকানগুলিকে ভেঙে ফেলার এই অভিযান চলতেই থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।