কলকাতা: রঙের উৎসব দোল বা হোলিতে মানুষ একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন), মঙ্গলবার। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এ বছর হোলি পড়েছে ৮ মার্চ (বাংলায় ২৩ ফাল্গুন), বুধবার।