কলকাতা: রঙের উৎসব দোল বা হোলিতে মানুষ একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন), মঙ্গলবার। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এ বছর হোলি পড়েছে ৮ মার্চ (বাংলায় ২৩ ফাল্গুন), বুধবার।

দোল অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক। দোলের আগের দিনে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া নেতিবাচক ও অশুভ শক্তির ধ্বংসের প্রতীক। এই তিথিতে সমস্ত ধরনের বিভেদ ভুলে রঙের উৎসবে মেতে ওঠেন প্রত্যেকে। ছবি: রাজীব বসু

রঙের উৎসবে মেতে উঠতে সকলে বাজারের সস্তা রঙের চেয়ে এখন ভেষজ আবিরকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ছবি: রাজীব বসু

এর পাশাপাশি বেলুন, পিচকিরি এইসব তো থাকেই। ছবি: রাজীব বসু

ভারতীয় জাদুঘরে দোল খেলার অনুশীলনে ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: রাজীব বসু
