কলকাতা: বৃহস্পতিবার শুরু ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি। তবে বোধনের আগেই ক্রেতার আনাগোনা চোখে পড়ল সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে।
বৃষ্টির বইমেলা। ছবি: শ্রয়ণ সেন
এ দিন তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও শীতের আমেজ যথেষ্ট। তারই মধ্যে মেঘলা আকাশ এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি। সেসব অবশ্য তোয়াক্কা করছেন না বইপ্রেমীরা। ছবি: শ্রয়ণ সেন
উদ্বোধনের আগেই ইতস্তত ঘোরাফেরা ক্রেতার। বৃষ্টির জন্য ছাতা সঙ্গী করেই স্টলে স্টলে ঘুরতে দেখা গেল অনেককেই। ছবি: শ্রয়ণ সেন
বৃহস্পতিবার উদ্বোধন। এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ছবি: শ্রয়ণ সেন
আগের দিনের থেকে আজ অনেকটাই সাজানোগোছানো। তবে বেশ কিছু স্টলের কাজ এখনও অসমাপ্ত। ছবি: শ্রয়ণ সেন
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু কলকাতা বইমেলা, চূড়ান্ত প্রস্তুতি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে