Homeখবরকলকাতাপ্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা...

প্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা পুরসভা

প্রকাশিত

মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘিরে হেরিটেজ স্বীকৃতি সংক্রান্ত আইনি জটিলতার রেশ এবার পড়ল আরও একটি ঐতিহাসিক ঠিকানায়। উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে অবস্থিত যে বাড়িটিকে দেশের ‘প্রথম বিধবা বিবাহ’-এর সাক্ষী বলে মনে করা হয়, সেই বাড়িকে আপাতত হেরিটেজ তকমা দিতে থেমে গেল কলকাতা পুরসভা (KMC)।

পুরসভার হেরিটেজ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “২০বি কার্ল মার্কস সরণিতে মধুসূদনের বাড়িকে হেরিটেজ ঘোষণার বিরুদ্ধে আমরা হাই কোর্টে হেরেছি। নথিপত্র না থাকায় বিচারপতি সেই বাড়িকে তালিকা থেকে বাদ দিতে বলেছেন। এর পরে, ৪৮এ কৈলাস বোস স্ট্রিটের বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রাসঙ্গিক প্রমাণ পেলে আবার উদ্যোগ নেওয়া হবে।”

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর, ব্যাঙ্কুরার পালসডাঙ্গার ব্রাহ্মণন্দ মুখোপাধ্যায়ের কন্যা কালিমতী দেবীর (যিনি ১০ বছর বয়সেই বিধবা হন) বিয়ে হয় সংস্কৃত কলেজের ছাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে। এই বিয়েতে সক্রিয় ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি নিজের অর্থ থেকে ১০,০০০ টাকা ব্যয় করেন। এই বিয়ে হয় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যার তৎকালীন ঠিকানা ছিল ১২ সুকিয়া স্ট্রিট, বর্তমান ৪৮এ কৈলাস বোস স্ট্রিট।

১৮৮৫ সালে মহেন্দ্রনাথ রায়, অখয়কুমার দত্তের জীবনীতে এই বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি লেখেন, “৭ই ডিসেম্বর, ১৮৫৬ সালে সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেশের প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়।”

তবে এই বাড়ি বর্তমানে একটি ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। পুরসভার ইন্টিগ্রেটেড বিল্ডিং রেজিস্টার অনুযায়ী, ২০২৪ সালে সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম বর্তমান মালিক হিসেবে আপডেট করা হয়, যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, এই পরিবার এখন কলকাতার বাইরে বসবাস করেন।

পুরসভার মেয়র-ইন-কাউন্সিল (হেরিটেজ) স্বপন সমাদ্দার জানান, “দুই বছর আগে আমি এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব দিয়েছিলাম। তবে মধুসূদনের বাড়ি সংক্রান্ত মামলায় হেরিটেজ স্বীকৃতি খারিজ হওয়ার পরে এখন আমরা আরও নিশ্চিত প্রমাণ খুঁজছি। এটি বেসরকারি সম্পত্তি, তাই আমাদের আরও সতর্ক হতে হচ্ছে।”

মধুসূদনের বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা হাই কোর্টে নতুনভাবে আবেদন করব, যাতে ঐতিহাসিক এই ভবন ভেঙে না ফেলা হয়।”

আরও পড়ুন: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় মেরামতির কাজে নামল পুরসভা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।