দু’মিনিটের ব্যবধান। পর পর দু’টি হুমকি ফোন। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য। একটি উড়ো ফোন কলের মাধ্যমে বিমান হাইজ্যাক ও অন্যটিতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
এ দিন সকাল ১০টা ৫৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়ের ই-পোর্টালে প্রথম ফোনটি আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, খুব শীঘ্রই মাঝ আকাশে একটি বিমান হাইজ্যাক করা হবে। তবে এপ্রান্ত থেকে কিছু বলার আগেই ফোনটি কেটে যায়। দু’মিনিট পর আবার ফোন আসে, যেখানে দাবি করা হয় যে বিমানবন্দরের একটি বিমানে হাইড্রোজেন বোমা রাখা আছে এবং সেটি যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে।
এই দুই ফোন ঘিরে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক সৃষ্টি হয় কলকাতা বিমানবন্দরে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে জারি করা হয় হাই-অ্যালার্ট। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলা করতে উদ্যোগী হন বিমানবন্দর কর্তৃপক্ষ। যেখানে বিমানবন্দরের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিমানবন্দরের সমস্ত সুরক্ষা ব্যবস্থা তৎপর করা হয়। বিমানে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। যাত্রীদের সতর্ক করার পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন।
জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটি চিহ্নিত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। হুমকির পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফোনটি ট্রেস করে দেখা হচ্ছে কোথা থেকে করা হয়েছিল এবং কারা এই কাজের পেছনে রয়েছে।
এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং যাত্রীদের আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। তবে সমস্ত উড়ান এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিন ধরেই এ ধরনের উড়ো ফোন আসছে।
আরও পড়ুন: এ বার ভুয়ো বোমা হুমকি কলকাতগামী বিমানে, জরুরি অবতরণ