Homeখবরকলকাতা‘খালিপদ কলকাতাবিদ’ পি থঙ্কপ্পন নায়ার প্রয়াত

‘খালিপদ কলকাতাবিদ’ পি থঙ্কপ্পন নায়ার প্রয়াত

প্রকাশিত

কোচি: কলকাতাবিদ পি থঙ্কপ্পন নায়ার প্রয়াত হলেন। মঙ্গলবার তিনি কেরলে কোচির কাছে পারাভুরে তাঁর বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ৯১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। নায়ারের স্ত্রী, পুত্র ও কন্যা রয়েছেন।

ইতিহাসবিদ চেড়ামঙ্গলম মাদাথিপরমবিল পরমেশ্বরণ থঙ্কপ্পন নায়ার মূলত কলকাতার ইতিহাস রচনায় তাঁর প্রায় গোটা জীবনটা কাটিয়েছেন। এই ‘আনন্দের শহর’-এর ইতিহাস নিয়ে তাঁর গবেষণা বিদগ্ধ মহলে আদৃত হয়। তাঁকে ‘খালিপদ ইতিহাসবিদ (বেয়ারফুট হিস্টোরিয়ান) বলা হত।  

বয়স কুড়ির ঘরে পৌঁছোতেই তিনি কলকাতায় চলে আসেন। এই শহরেই টাইপিস্ট হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। একই সঙ্গে শুরু করে দেন কলকাতা নিয়ে তাঁর গবেষণা। দেখতে দেখতে ছ’টা দশকেরও বেশি সময় তিনি কলকাতায় কাটিয়ে যান। পরিবারের উত্তরসূরিদের অনুরোধে পি টি নায়ার ২০১৮-তে তাঁর দেশের বাড়িতে ফিরে যান।

কলকাতার উৎপত্তি, কলকাতার ইতিহাস, কলকাতার সংস্কৃতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করেন তিনি। তাঁর রচিত ৬৩টি বইয়ের মধ্যে অর্ধেকেরও বেশি কলকাতা সংক্রান্ত। তাঁর অত্যন্ত জনপ্রিয় বই ‘জোব চার্নক: ফাউন্ডার অফ ক্যালকাটা’ ১৯৭৭ সালে প্রকাশিত হয়। আর সেই বইয়ের সূত্র ধরেই ১৯৯০ সালে কলকাতা শহরের তিনশো বছরের উৎসব উদযাপিত হয়। তাঁর কাজকে সম্মান জানিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে ‘ডি লিট’ দিয়ে সম্মানিত করে।   

পি টি নায়ার তাঁর সমস্ত কাজ ১৯৬৪-এর রেমিংটন টাইপরাইটারে করেছেন। সেই টাইপরাইটারটি আজও তাঁর পরিবারে অক্ষত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন   

সৌদি আরবে তীব্র গরমে সাড়ে ৫০০ জন হজযাত্রীর মৃত্যু     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।