Homeঅনুষ্ঠানকলকাতা জিপিও-র ২৫০ বছর পূর্তি, বিশেষ লোগো এবং পোস্ট কার্ড উদ্বোধন

কলকাতা জিপিও-র ২৫০ বছর পূর্তি, বিশেষ লোগো এবং পোস্ট কার্ড উদ্বোধন

প্রকাশিত

কলকাতা জিপিও (জেনারেল পোস্ট অফিস)-র আড়াইশো বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ লোগো এবং বিশেষ পোস্ট কার্ড উদ্বোধন করা হল যোগাযোগ ভবনে। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্ট মাস্টার নীরজ কুমার।

মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশকুমার পাণ্ডে (পোস্ট মাস্টার জেনারেল, উত্তরবঙ্গ ও সিকিম), সঞ্জীব রঞ্জন (পোস্ট মাস্টার জেনারেল, কলকাতা অঞ্চল), সুপ্রিয় ঘোষ (পোস্ট মাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল), এসএস কুজুর (পোস্ট মাস্টার জেনারেল, উত্তরবঙ্গ অঞ্চল), অরবিন্দ ভার্মা (পোস্ট মাস্টার জেনারেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), প্রমুখ।

পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্ট মাস্টার নীরজ কুমার বলেন, “আড়াইশো বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিও-র সামনে। অনেকবার বদল করতে হয়েছে অফিস। এখন আর সেভাবে চিঠির চল নেই। তবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় সাধারণ মানুষের সেবায় পৌঁছে গিয়েছে কলকাতার ডাকবিভাগ। মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বিমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও আমরা ডিজিটাল করে তুলেছি।” 

প্রসঙ্গত, কলকাতা জিপিও হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। ১৭৭৪ সালের ৩১ মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জিপিও-র। এর পর দেখতে দেখতে কেটে গিয়েছে আড়াইশো বছর। আগামী ৩১ মার্চ আড়াইশো বছরের বর্ষপূর্তি হচ্ছে।

আরও পড়ুন: ৪০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের পারফিউম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।