Homeখবরকলকাতাপ্রোমোটারের কবলে মাইকেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বাড়ি, রক্ষায় কোমর বেঁধে নামল কলকাতা পুরসভা

প্রোমোটারের কবলে মাইকেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বাড়ি, রক্ষায় কোমর বেঁধে নামল কলকাতা পুরসভা

প্রকাশিত

মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত খিদিরপুরের বাড়ি রক্ষায় এবার কার্যত লড়াইয়ে নামল কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগ। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছে পুরসভা। আপাতত মেয়রের হস্তক্ষেপে বন্ধ হয়েছে সব ধরনের প্রোমোটিং কাজ। কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে প্রশাসনিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক তথ্য সংরক্ষণের উপর।

পুরসভার হেরিটেজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন, “আমরা বাড়িটি রক্ষা করতে সবরকম চেষ্টা করছি। তথ্য সংগ্রহের কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস বাঁচানো জরুরি।”

হেরিটেজ রক্ষা আন্দোলনকারীদের মধ্যে এই ঘোষণার পরে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এখনও পর্যন্ত ভবিষ্যৎ অনিশ্চিত। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “মধুসূদন দত্ত বহু বাড়িতে ভাড়া থাকতেন। খিদিরপুরের এই বাড়িটিও তেমনই একটি। কিন্তু ঠিক কোন বাড়িতে তিনি দীর্ঘদিন ছিলেন, সেই বিষয়ে এখনই স্পষ্ট কোনও ঐতিহাসিক তথ্য নেই। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলেছি বিষয়টি খতিয়ে দেখতে। তার আগে পর্যন্ত কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনও নির্মাণে অনুমোদন দেওয়া হচ্ছে না।”

তিনি আরও জানান, বাড়িটি রক্ষার জন্য তহবিল সংগ্রহেরও চেষ্টা চলছে। ফিরহাদ বলেন, “আমরা চেষ্টা করছি তহবিল জোগাড় করে বাড়িটা সংস্কার করতে। শেষ পর্যন্ত একটা স্থায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার, যাতে ঐতিহ্য নষ্ট না হয়।”

হেরিটেজ সংরক্ষণে পুরসভার এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন ইতিহাসপ্রেমীরা। তবে আগামী দিনে আদালতের রায় এবং প্রশাসনিক পদক্ষেপই ঠিক করে দেবে মাইকেলের ঐতিহাসিক বাড়ির ভবিষ্যৎ।

আরও পড়ুন: কসবা গণধর্ষণ কাণ্ডে সিট গঠন, কলেজের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।