Homeখবরকলকাতাকলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

প্রকাশিত

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2023)। বুধবার হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন।

প্রতি বারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১২ তারিখ পর্যন্ত। দেশ-বিদেশের ছবি প্রদর্শিত হবে একাধিক প্রেক্ষাগৃহে। এই বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরিচালককে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহগুলিকে সাজানোর কাজও প্রায় শেষ। উদ্বোধনে বলিউড থেকে কারা কারা আসবেন, জোরদার আলোচনা চলছে তা নিয়ে। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকাদের মধ্যে শাহরুখ খান, সলমন খান, সোনাক্ষী সিংহ, জয়া বচ্চন, অনিল কপূরদের উপস্থিতির কথা শোনা যাচ্ছে। মনিরত্নম, অনুরাগ বসুর মতো পরিচালকরাও আসতে পারেন বলে জোর খবর।

এ বছরও কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এ দিনের সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এ ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, শান্তুনু বসু (ডিজি, কেআইএফএফ), পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, মিমি চক্রবর্তী, জুন মালিয়া এবং সোহম প্রমুখ।

করোনা মহামারির কারণে বিগত কয়েক বছর ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্যে ভাটা পড়েছিল। তবে, তার আগের সময়ের মতোই এ বছরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন: কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে