Home খবর কলকাতা কলকাতায় বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাতের শেষ মেট্রো! কী কারণ জানালো কর্তৃপক্ষ?

কলকাতায় বন্ধ হচ্ছে ব্লু লাইনের রাতের শেষ মেট্রো! কী কারণ জানালো কর্তৃপক্ষ?

Kolkata metro

প্রতিদিন বাড়ছে মেট্রো যাত্রী, নতুন রুটে ছুটছে ট্রেন। তবু যাত্রীদের জন্য খারাপ খবর আনল কলকাতা মেট্রো। আগামী বুধবার থেকে আর মিলবে না ব্লু লাইনের রাত ১০:৪০-এর শেষ মেট্রো

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় পরিষেবায় পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাতের ওই মেট্রো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত চলা সেই পরিষেবা আপাতত বন্ধ থাকবে।

এতে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। একেই তো ট্রেনগুলি দেরিতে চলাচল করছে। তার মধ্যে আবার অফিসটাইমে ভিড়ে হাঁসফাস পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই মেট্রোর এই সিদ্ধান্তকে গোদের উপর বিষ ফোড়া বলছেন যাত্রীরা।

ব্যবসা শেষে, বাজার সেরে বা দেরি করে কাজ ফুরিয়ে অনেকেই বাড়ি ফিরতেন শেষ মেট্রোয়। দুর্গাপুজোর মুখে এই সিদ্ধান্ত তাঁদের জন্য বড় অসুবিধা তৈরি করবে বলেই আশঙ্কা।

তবে বিকল্প হিসেবে যাত্রীরা শেষ মেট্রো পাবেন আরও আগে—

  • দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯:২৮-এ
  • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩৪-এ

নতুন যাত্রী রেকর্ড

পরিষেবা কমলেও যাত্রীর সংখ্যা লাগাতার বাড়ছে। সোমবারই রেকর্ড তৈরি করেছে কলকাতা মেট্রো।

  • সব করিডর মিলিয়ে যাত্রী সংখ্যা ৮ লক্ষেরও বেশি
  • এর মধ্যে ব্লু লাইনেই ৫.৮৪ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন।
  • গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর V–হাওড়া ময়দান) যাত্রীর সংখ্যা ২ লক্ষেরও বেশি
  • ইয়েলো লাইনে ৭০০০, অরেঞ্জ লাইনে ৫৫০০ এবং পার্পেল লাইনে ৬৭০০ যাত্রী যাতায়াত করেছেন।

যখন যাত্রীর সংখ্যা বেড়ে চলেছে, তখন রাতের শেষ মেট্রো বন্ধের সিদ্ধান্ত যাত্রীদের মধ্যে অসন্তোষ আরও বাড়াচ্ছে। দুর্গাপুজোর আগে এর প্রভাব কতটা পড়ে, সেদিকেই তাকিয়ে শহরবাসী।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে আরও দুই রুটে এসি লোকাল চালু, প্রকাশিত হল সময়সূচি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version