Homeখবরকলকাতামহাষ্টমীতে আলো ঝলমলে মহানগর

মহাষ্টমীতে আলো ঝলমলে মহানগর

প্রকাশিত

কলকাতা: পুজোর উন্মাদনায় জমজমাট শহর কলকাতা। মহাষ্টমীতে পুরোপুরি পুজোর মুড। সকাল থেকেই রাস্তায় দর্শণার্থীরা। শহর তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণ, চারিদিকে থিকথিকে ভিড়।

দক্ষিণে ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘকে ভিড়ে টেক্কা দিয়েছে উত্তরের আহিরীটোলা, সন্তোষ মিত্র পার্ক, টালা প্রত্যয়। তার প্রভাব পড়েছে রাস্তায়।

light 2 1

বাড়ছে রাত, বাড়ছে ভিড়। ছবি: রাজীব বসু

পাল্লা দিয়ে ভিড় বেড়েছে উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন অথবা লেকটাউনের শ্রীভূমির পুজো মণ্ডপেও। এ ছাড়াও সন্তোষ মিত্র স্কোয়ার হোক বা আহিরীটোলা, কুমারটুলি পার্ক, চালতা বাগান, চোর বাগান- সর্বত্রই ছিল ভিড়ে ভিড়।

অষ্টমীর দিন মহানগরীতে বিভিন্ন পূজামণ্ডপে সারা দিনই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে, সন্ধের পর ভিড় একেবারে উপচে পড়ে। এ ক্ষেত্রে নামী, অনামী কোনো পূজামণ্ডপই বাদ যাচ্ছে না।

light

আলো ঝলমলে শহর। ছবি: রাজীব বসু

মহানগরের যে সব অঞ্চলে নামকরা পূজামণ্ডপ বেশি, সে সব জায়গায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ফলে সে সব জায়গায় যানজট থাকলেও সাধারণ মানুষকে তেমন ভুগতে হয়নি।

শুধু মহানগর কলকাতা কেন, রাজ্যের প্রতিটি শহর-গ্রামে মহাষ্টমীর পুজো নিয়ে মানুষের উৎসাহ ছিল দেখার মতো। সকাল হতে না হতে শুধু ঘর থেকে বেরিয়ে পড়ার অপেক্ষা। এ দিন অঞ্জলি দেওয়ার হিড়িকও ছিল চোখে পড়ার মতোই।

anhali

মহাষ্টমীর পুষ্পাঞ্জলি ঢাকুরিয়া শহিদনগরে। ছবি: রাজীব বসু

আর মহাষ্টমী এমনই এক তিথি যে দিন দুপুরের ভোগ খাওয়া কোনো সমস্যাই নয়। বহু পুজোমণ্ডপে, বনেদি বাড়িতে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, আশ্রমে সাধারণের জন্য দ্বার ছিল উন্মুক্ত। সেখানে ছিল পাত পেড়ে দুপুরের ভোগ খাওয়ার আয়োজন।

আরও পড়ুন: রোদ ঝলমলে আবহাওয়া, সপ্তমীপুজো চুটিয়ে উপভোগ করল কলকাতা

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...