Homeখবরকলকাতাপুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

প্রকাশিত

দুর্গাপুজোর আগেই চিন্তার ভাঁজ ফেলছে ডেঙ্গি সংক্রমণ।  সম্প্রতি কলকাতায় বিপুল পরিমাণে বৃষ্টি সেই ভাঁজকে আরও তীব্র করেছে। গত তিন মাসে যেখানে একাধিক বেসরকারি হাসপাতালে ডেঙ্গির রোগী সংখ্যা দুই-তিন জনের বেশি ছিল না, বর্তমানে প্রতিটি হাসপাতালে ১০ থেকে ২০ জন করে রোগী ভরতি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজন রোগীর অবস্থা ছিল গুরুতর, তবে বেশিরভাগই চিকিৎসার পরে সেরে উঠছেন।

 মৃত্যুর ঘটনা

গত ১৬ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক রোগীর। এটিই এখন পর্যন্ত কলকাতায় নথিভুক্ত সর্বশেষ ডেঙ্গি মৃত্যু। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বেসরকারি হাসপাতালগুলির পরিস্থিতি তুলে ধরা হয়েছে। 

বেসরকারি হাসপাতালগুলির পরিস্থিতি

মণিপাল হাসপাতাল, মুখুন্দপুর:
একজন ১৬ বছরের কিশোরকে ডেঙ্গি হেমোরেজিক ফিভার-এ গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসক সায়ন চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, “ছেলেটি খুবই সঙ্কটজনক অবস্থায় এসেছিল, তবে এখন বিপদ কেটে গেছে। গত এক সপ্তাহে অন্তত চারজন রোগী ভরতি হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের প্লেটলেট মারাত্মকভাবে নেমে গিয়েছিল, একজনের প্লেটলেট ছিল ২০,০০০-এরও কম। একজন রোগীর রক্তক্ষরণও হয়েছিল। তবে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুজোর সময়ে আরও রোগী ভরতির আশঙ্কা করছি।”

উডল্যান্ডস হাসপাতাল
এখানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-১১ জনে। দীপনারায়ণ মুখার্জি, ইনফেকশন কন্ট্রোল ইন-চার্জ, বলেন, “হঠাৎ এই বৃদ্ধি সরাসরি বৃষ্টির সঙ্গে যুক্ত নয়। প্রবল বর্ষণে লার্ভা ভেসে যায়। তবে জল জমে থাকলে তার প্রভাব দুই-তিন সপ্তাহ পরে দেখা দেবে।”

চর্ণক হাসপাতাল
প্রায় ১৯ জন রোগী ভরতি, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গ্রুপ সিইও রূপালি বসু  বলেন, “১৬ সেপ্টেম্বর এক রোগী গুরুতর অবস্থায় অন্য হাসপাতাল থেকে আনা হয়েছিল। ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়।”

পিয়ারলেস হাসপাতাল
এখানে আপাতত তিনজন ডেঙ্গি রোগী ভর্তি। প্রতিদিন অন্তত একজন করে রোগী পজিটিভ ধরা পড়ছে বলে জানিয়েছেন চিফ মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরী

উপসর্গ

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সাধারণত উচ্চ জ্বর, শরীরে ব্যথা, চোখের বলের ব্যথা, বমিভাব ইত্যাদি লক্ষণ দেখা দিচ্ছে। কয়েকজনের ক্ষেত্রে তীব্র প্লেটলেট হ্রাস এবং রক্তক্ষরণ দেখা গেছে। তবে এ বছর এখন পর্যন্ত গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা ডেঙ্গির উপসর্গ হিসেবে চোখে পড়েনি।শহরে ডেঙ্গির প্রকোপ ধীরে ধীরে বাড়ছে।

চিকিৎসকদের আশঙ্কা, পুজোর ভিড়ের সময়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই সতর্কতা অবলম্বন, জমা জল পরিষ্কার এবং মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন: নিম্নচাপ ঘনীভূত, শনিবার স্থলভাগে প্রবেশ, পুজোয় কি বৃষ্টি হবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।