কলকাতায় আধ কাঠা বা তার চেয়েও ছোট জমিতে বাড়ি নির্মাণের অনুমোদন এবার মিলবে সরকারি ভাবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগেই কলকাতা পুরসভা এ নিয়ে প্রস্তাব দিয়েছিল, এবার রাজ্য মন্ত্রিসভার সম্মতিও মিলল।
মন্ত্রী জানান, “মানবিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট বাড়ির ক্ষেত্রে আমাদের হাত বাঁধা ছিল। বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার ছাড়পত্র ছিল না। এবার কলকাতা পুরসভার বিল্ডিং রুলস সংশোধন করা হয়েছে।”
নতুন নিয়মে আধ কাঠা জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। এমনকি ৫০০ বর্গফুট জমির ক্ষেত্রেও ছাড়পত্র মিলবে। অনুমোদন দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার কলোনি এলাকা, ঠিকা টেন্যান্সি বা বস্তি অঞ্চলে অনেক ছোট আকারের জমি রয়েছে। এতদিন নির্মাণ বিধির কড়াকড়ির কারণে সেখানে আইনসম্মতভাবে বাড়ি তোলা সম্ভব ছিল না। এর ফলে হয় অবৈধ নির্মাণ হতো, নয় নিম্নবিত্ত মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন অপূর্ণ থেকে যেত।
নতুন নিয়মে একদিকে যেমন অবৈধ নির্মাণে লাগাম টানা যাবে, অন্যদিকে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য ঘর বানানোর সুযোগও তৈরি হবে। প্রশাসনিক সূত্রের খবর, ভবিষ্যতে এই নিয়ম রাজ্যের অন্যান্য পুরসভাতেও চালু করার পরিকল্পনা রয়েছে।