সিপিএম -কংগ্রেস কাশ্মীরে আবার ৩৭০ ধারা ফেরাতে চায়। তারা চায় না এক দেশ এক আইন হোক। এটা খুবই দুর্ভাগ্যজনক। মঙ্গলবার যাদবপুরে এক প্রচার সভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অর্নিবাণ গঙ্গোপাধ্যায়। এদিন প্রচারে বেরিয়ে সকালে টালিগঞ্জ বিধানসভার উষা ব্রিজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত রোড শো করেন বিজেপি প্রার্থী। দুপুর অবধি চলে এই রোড।
প্রচারে বেরিয়ে জনগণের ব্যাপক সাড়া মিলছে বলে দাবি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। তাঁর দাবি, প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ততা চোখে পড়ছে। পথে বেরিয়ে মানুষ তাঁকে স্বাগত জানাচ্ছেন। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দুপুর পর্যম্ত এই রোড শো করেন অর্নিবাণ।
আরও পড়ুন। সোনারপুরে পদ্ম ফুটবেই! ‘তৃণমূলী কালচারের’ প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের
এরপর আবার সন্ধ্যা ছটা থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্যান্ড-বাজনা সহযোগে পদযাত্রা শুরু হয়। প্রায় তিন থেকে চার কিলোমিটার পদযাত্রা করার পর তাল-পুকুর এলাকায় জনসংযোগ যাত্রা শেষ হয়। জনসংযোগের পর তালপুকুর এলাকায় পথসভা হয়। সেই পথসভা থেকে তিনি বলেন, ‘মোদীজির সবকা সাথ বিকাশ’ নীতিকে অক্ষুন্ন রাখতে বাংলায় বিজেপিকে জেতাতে হবে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

