Homeখবরকলকাতাবাংলা বললেই গ্রেফতার? 'লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন', রাজপথে ক্ষোভ মমতার

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

প্রকাশিত

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে এবার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে হাঁটলেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও মন্ত্রী।

মিছিলে হাঁটতে হাঁটতেই মমতা বলেন, “ওড়িশায় প্রথম বাঙালি ট্যুরিস্ট যান। এখন সেখানে বাংলা ভাষায় কথা বললেই তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। আমি আজ পরিষ্কারভাবে সতর্কবার্তা দিয়ে গেলাম—ওখানে অত্যাচার হলে এখানেও প্রতিবাদ হবে। এত করে ছোট করে দেখবেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, কেন্দ্র একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হয়েছে যাঁরা বাংলা ভাষায় কথা বলবেন, তাঁদের সন্দেহভাজন হিসেবে ধরে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। তাঁর কথায়, “লুকিয়ে লুকিয়ে করেছে এই নোটিফিকেশন। আমরা চ্যালেঞ্জ করব। বাংলা আমাদের দখলে আছে, থাকবে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি শাসিত একাধিক রাজ্যে—সহ ওড়িশা—পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তিনি বলেন, “বাঙালিদের এ ভাবে অপমান করলে বাংলায় যেমন প্রতিবাদ হবে, তেমনই আমরা সেখানেও গিয়ে প্রতিবাদ করব।”

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে এবার কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে রাজ্য সরকার ও শাসকদল। এরই অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি।

এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া না মিললেও, পাল্টা সমালোচনা যে আসবে তা নিশ্চিত।

আরও পড়ুন: বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।