ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে এবার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে হাঁটলেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও মন্ত্রী।
মিছিলে হাঁটতে হাঁটতেই মমতা বলেন, “ওড়িশায় প্রথম বাঙালি ট্যুরিস্ট যান। এখন সেখানে বাংলা ভাষায় কথা বললেই তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। আমি আজ পরিষ্কারভাবে সতর্কবার্তা দিয়ে গেলাম—ওখানে অত্যাচার হলে এখানেও প্রতিবাদ হবে। এত করে ছোট করে দেখবেন না।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, কেন্দ্র একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হয়েছে যাঁরা বাংলা ভাষায় কথা বলবেন, তাঁদের সন্দেহভাজন হিসেবে ধরে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। তাঁর কথায়, “লুকিয়ে লুকিয়ে করেছে এই নোটিফিকেশন। আমরা চ্যালেঞ্জ করব। বাংলা আমাদের দখলে আছে, থাকবে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি শাসিত একাধিক রাজ্যে—সহ ওড়িশা—পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তিনি বলেন, “বাঙালিদের এ ভাবে অপমান করলে বাংলায় যেমন প্রতিবাদ হবে, তেমনই আমরা সেখানেও গিয়ে প্রতিবাদ করব।”
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে এবার কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে রাজ্য সরকার ও শাসকদল। এরই অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি।
এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া না মিললেও, পাল্টা সমালোচনা যে আসবে তা নিশ্চিত।
আরও পড়ুন: বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট