কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড়সড় খবর। আগামী সোমবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবেই এই পরিষেবা চালু করা হচ্ছে। দুই প্রান্তিক স্টেশন— দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে ট্রেন চলবে ৭ মিনিট অন্তর। তবে ব্যস্ত সময়ে ৬ মিনিটের ব্যবধান বাড়িয়ে তা-ও ৭ মিনিট করা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন মেট্রো চালু করা হচ্ছে, যা ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটেই থাকবে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়েও কোনও পরিবর্তন হয়নি।
রাতের শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো আগে ছাড়ত রাত ৯টা ২৮ মিনিটে। এখন সেটি ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে।
রবিবারের পরিষেবাতেও নতুন ট্রেন যুক্ত করা হয়েছে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত রবিবার পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময় সামান্য পরিবর্তন করা হয়েছে।
মেট্রোযাত্রীদের জন্য এই পরিবর্তনগুলি আরও সুবিধাজনক এবং সময়োপযোগী হবে বলেই আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।