Homeখবরকলকাতাসোমবার থেকে মেট্রো চলাচলে বড় বদল, কবি সুভাষগামী সব মেট্রোই আপাতত ছাড়বে...

সোমবার থেকে মেট্রো চলাচলে বড় বদল, কবি সুভাষগামী সব মেট্রোই আপাতত ছাড়বে দক্ষিণেশ্বর থেকে 

প্রকাশিত

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড়সড় খবর। আগামী সোমবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবেই এই পরিষেবা চালু করা হচ্ছে। দুই প্রান্তিক স্টেশন— দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে ট্রেন চলবে ৭ মিনিট অন্তর। তবে ব্যস্ত সময়ে ৬ মিনিটের ব্যবধান বাড়িয়ে তা-ও ৭ মিনিট করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন মেট্রো চালু করা হচ্ছে, যা ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটেই থাকবে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়েও কোনও পরিবর্তন হয়নি।

রাতের শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো আগে ছাড়ত রাত ৯টা ২৮ মিনিটে। এখন সেটি ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে।

রবিবারের পরিষেবাতেও নতুন ট্রেন যুক্ত করা হয়েছে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত রবিবার পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময় সামান্য পরিবর্তন করা হয়েছে।

মেট্রোযাত্রীদের জন্য এই পরিবর্তনগুলি আরও সুবিধাজনক এবং সময়োপযোগী হবে বলেই আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।