কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে চলছে জোর কদমে লড়াই। কেউ কাউকে ছাড়তে রাজি নয় ১ ইঞ্চি জমি। এই পরিস্থিতিতে এবার নয়া প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুবিধা পাবেন অনগ্রসর শ্রেণি বা ওবিসি পড়ুয়ারা। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মেধাশ্রী’।
এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ৮০০ টাকা করে বৃত্তি পাবে ওবিসি পড়ুয়ারা। আজ, বৃহস্পতিবার মঞ্চে দাঁড়িয়ে পড়ুয়া ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করে মমতা বলেন, “আপনারা চিন্তা করবেন না। পাহারাদার হিসাবে থাকি সবসময়। ওবিসি স্কলারশিপ আমরাই দেব। তোমাদের দেওয়ার প্রয়োজন নেই।”
নয়া প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের উত্তম ও অধম কবিতার লাইন উদ্ধৃত করে মমতা বলেন, “কুকুরের কাজ কুকুর করেছে। আমি কাউকে কুকুর বলছি না। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে। কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?”