কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। ঘটনায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আবারও করা হয়েছিল তাঁর জামিনের আবেদন। অথচ প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে খারিজ হয়ে গেল সেই আবেদন।
আজ, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আবেদন করা হয়েছিল জামিনের। বিরোধিতা করে ইডির আইনজীবী ফিরোজ এডুজি খাঁড়া করেন প্রভাবশালী তত্ত্ব। তিনি বলেন,’প্রথম থেকেই প্রভাবশালী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করার পরেও তাঁর প্রভাব দেখা গেছে। নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম দিয়েছিলেন তিনি’
মঙ্গলবার আদালতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে ইডির আইনজীবি বলেন,’১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শিক্ষার আলো জ্বালিয়েছেন। এগিয়ে দিয়েছিলেন ১০০ বছর। আর ৬ অক্টোবর ফেমাস পার্থ চট্টোপাধ্যায়ের জন্ম। তিনি শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন’।
তদন্তকারীদের আইনজীবীকে জবাব দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন,’ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে জিজ্ঞাসা করে। বরাবরই তদন্তের সাহায্য করেছেন তিনি। বারবারই বলা হচ্ছে দলবদ্ধভাবে অনেকেই যুক্ত অপরাধের সঙ্গে অথচ কেবলমাত্র আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’।