বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম নবমী উপলক্ষে আয়োজিত মিছিলের অনুমতি মিলল। মিছিলটি রবিবার বিকাল ৫টায় গড়িয়া ৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ১৫ এপ্রিল ইমেলের মাধ্যমে নেতাজি নগর পুলিশের কাছে আবেদন জানানো হয়। পুলিশ প্রথমে অনুমতি দিলেও পরেরদিন ১৬ এপ্রিল সংগঠনের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়। তাঁদের সঙ্গে আলোচনার পর জানানো হয় ইমেলের মাধ্যমে অনুমতি বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
সেদিন রাত এগারোটা নাগাদ ইমেলে জানানো হয়, ১৭ তারিখ বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে যেহেতু ২১ এপ্রিল শোভাযাত্রার দিন নির্দিষ্ট করা হয়েছিল, তাই এদিনই মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় সংগঠন।
বিচারপতি জয় সেনগুপ্ত নির্দিষ্ট দিনে বিকাল পাঁচটায় শোভাযাত্রা করার অনুমতি দেন। আদালতের অনুমতিতে রবিবার বিকাল পাঁচটায় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হতে চলেছে। গড়িয়ার ৫ বি বাসস্ট্যান্ডে।